![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো কোনো নিঃশব্দ সন্ধ্যায়
বসন্তের ঝরা পাতার নিচে
চাপা পড়ে থাকবে কিছু না-বলা কথা,
যেখান থেকে আর আলো ছুঁয়ে যাবে না হৃদয়ের ক্ষত,
শুকনো নরম ঘাসে লেগে থাকবে না আর
মায়ায় জড়ানো ভালোবাসার ঘ্রাণ…
কোনো ব্যাকুল রাত্রির কান্না হয়তো
ঝিঁঝির সুরে হারিয়ে যাবে নির্জন একাকীত্বে,
নক্ষত্রেরা হয়তো ফিরিয়ে নেবে মুখ,
আর চাঁদের অবয়বে ভেসে থাকবে এক অস্ফুট অভিমান।
হয়তো সেই চেনা কাঠামোর গবাক্ষপথে
ভেসে আসা রাতের বাতাস জানবে না
কার অপেক্ষায় ঘুমহীন দুই চোখ,
কার অপেক্ষায় স্থবির, নিস্তব্ধ মৃত্যুহীন প্রাণ।
আমিও আর হয়তো উচ্চারণে রাখবো না কোনো উত্তর-
শুধু জমিয়ে রাখবো নিঃসঙ্গ হৃদয়ে,
সব না-ছুঁতে পারা, না-বলতে পারা
এক সমুদ্র নিঃস্বার্থ ভালোবাসার শোক।
-দি এমপেরর
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৫
দি এমপেরর বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৯
সুব্রত দত্ত বলেছেন: ভালো লাগলো। শুরুর দিকটা কেমন যেন অপরিপক্ব লাগছিল কিন্তু মাঝ থেকে শেষটায় একদম জাত-কবির ছাপ। দারুণ লিখেছেন। শুভ কামনা।
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৭
দি এমপেরর বলেছেন: জাত কবির ছাপ বলে তো দিলেন বিপদে ফেলে। ভেবেছিলাম মনের এলোমেলো ভাবনাগুলো লেখায় প্রকাশ করব, কিন্তু এখন তো দেখছি খুব ভালোভাবে চিন্তাভাবনা করে তারপর লিখতে হবে।
সুন্দর প্রশংসার জন্য একরাশ শুভেচ্ছা।
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৭
সামিয়া বলেছেন: কবিতাটা যেন এক দীর্ঘশ্বাস, অথচ তাতে আছে আকাঙ্ক্ষা তাতে আছে নিজস্ব সৌন্দর্য। শব্দগুলো কষ্টের হলেও, পাঠকের মনে রেখে গিয়েছে মধুর বেদনার আস্বাদ।
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৯
দি এমপেরর বলেছেন: খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। আসলে, পাঠকের মনোযোগ কতটা আকর্ষণ করতে পেরেছে লেখার সার্থকতা তার মধ্যেই।
অনেক অনেক ধন্যবাদ।
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:০৭
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০
দি এমপেরর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনার জন্যও।
৫| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
দি এমপেরর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা।