নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

মরীচিকা মধু -বিষন্ন

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ২:৪৮






বোঝাপড়া মনো বিকারে কেটে যায় সময়।
অভিমান বিষন্নতা, অপচয় জীবন।
যদি ভালো না লাগে, যদি সন্দেহ হয় চরম
না বোঝে কারে তুমি ভাসাও চোখের জলে।
না বুঝে জীবন বয়ে চলে বোঝা অপবাদে।
মনের অলিগলি কে খুঁজে পায়।
এত প্রেম ভালোবাসা দেখানোর সাধ
অথচ ঘুমায় নিরবে গুমট অন্ধকার।
কখনো ঝড় বয়ে যায়।
অদেখায় যে বিদ্যুৎ ঝলক হাসে, সেইতো প্রেম
ক'জনে খুঁজে পায় এমন অমূল্য রতন।
হাহাকার দিশাহারা,পরশ পাথর খোঁজায়
যা কাছে তাকে ফেলে হাতরায় মরীচিকা।
ভুলের হিসাবের খাতা লেখা হয় ক্রমাগত
বোঝে না সুখের নদী বয়ে যায় অর্ন্তগত
জীবনেরই আড়ালে ।
একটু ভালোবাসায় যতনে, পাওয়া যেত তারে।
আমিত্ব, অহং ভালাবাসা ছাপিয়ে বড় হলে
সুখ মরে যায়,অচেনা খাঁচায় পাখা ঝাঁপটিয়ে।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩৫

কামাল৮০ বলেছেন: ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম।জীবন এক মহা মূল্যবান বিষয়।এই অনন্ত সময়ের মাঝে আমরা জীবন শুধু একবারই পাবো।তাই যতটা পারা যায় শুখে থাকার চেষ্টাই জীবনে মূলমন্ত্র।কবিতা ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৫

রোকসানা লেইস বলেছেন: সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ কামাল ৮০

সুখ কাছেই থাকে অথচ না দেখে ব্যাস্ত হাতড়াতে চারপাশে।
একটু যদি মনোযোগ দেয়া যেত অনেক জীবন হয়ে উঠত মধুময়। বিষন্ন নয়।

২| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা আসলেই ভালোবাসে তাকে অবহেলা করা হয় আর ফেকদের পেছনে ছুটে চলে অনবরত।











কবিতা ভালো লাগলো + ।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৮

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ গোফরান ।
একদম ঠিক বলেছেন। এই কাজটাই হচ্ছে বুঝে না বুঝে , অনেক সংসারে
অথচ কাছের মানুষকে মূল্য দিলে, নিজের সাথে পুরো পরিবারটা হয়ে উঠে আনন্দের হাঁট।

৩| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৮

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর

৪| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৮

রানার ব্লগ বলেছেন: প্রেম বড্ড বেয়াড়া একে ধরা বা খুজে পাওয়া প্রায় অসম্ভব !!!

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১:২০

রোকসানা লেইস বলেছেন: প্রেমের চেয়ে বড় বেয়াড়া মানুষের মন বিশেষ করে যারা স্থির থাকতে পারে না।
আবার যারা মনো বেড়ি পেয়ে গেছে। তারা প্রচণ্ড সুখে আছে।
অনেক ধন্যবাদ শুভেচ্ছা রানার ব্লগ

৫| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুন্দর, অতুলনীয় প্রকাশ আপু। প্লাস জানবেন। 'যা কাছে তাকে ফেলে হাতরায় মরিচীকা' এখানে কি 'য়' ছুটে গেছে নাকি ঠিকই আছে আপু।

+++...

৬| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৪৯

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম
কবিতা ভালোলেগেছে জেনে প্রীত হলাম।
য় ছাড়াই ঠিক আছে।
শুভেচ্ছা জানবেন

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৪১

নিমা বলেছেন: অনেক সুন্দর কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা নিমা

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.