নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঞ্চিতার তথ্য ও গল্প সংগ্রহ

সঞ্চি

একজন মূর্খ মানবী

সঞ্চি › বিস্তারিত পোস্টঃ

আর নয় অনুশোচনা , সময় এখন ওদের মত করে ভাবা

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

আমরা সবাই একটি অনুশোচনায় ভুগি সব সময় সেটা হলো এরকম - আমাদের কাছে যদি ৫০০ টাকা থাকে , তাহলে মনে করি ইশ এই টাকাটা যদি ১০০০ টাকা হত । সবার মাঝেই কম বেশি এই হতাশা থাকে ।



আসুন তো একটু দেখি আপনি এগুলোর জন্য কেন অনুশোচনায় ভুগছেন !!



আপনি খুশি না , যখন ভাবেন আপনার বেতন কম ...

আচ্ছা ভাবুন তো রাস্তার পাশের ঐ ভিক্ষুক এর কথা , যে কিনা সারাদিন রোদ , বৃষ্টির মধ্যে বসে থেকে শুধু মাত্র তিন বেলা খাবার জোগার করার জন্য সামান্য কিছু টাকা আয় করে । এবং তাতেই অনেক খুশি হয় ।





আপনি খুশি না , যখন ভাবেন আপনার বন্ধু কম ...

একটু ভাবুন তো যুদ্ধে যাওয়া একজন সৈনিক এর কথা । অন্তত আপনি তার থেকে অনেক ভাল আছেন ।





আপনি খুশি না , যখন আপনি আপনার পছন্দের স্কুল কিংবা কলেজে ভর্তি হতে পারেন না ...

তাদের কথা একটু চিন্তা করে দেখুন তো , যারা পথ শিশু তাদের কখনো স্কুল কিংবা কলেজে ভর্তি হবার সামর্থ্য নেই । কারন তাদের ইচ্ছা থাকলেই তারা পারেনা । তাদের একটাই উপায় থাকে যখন কেউ ওদের জন্য পথ স্কুল এর বেবস্থা করে ।





আপনি খুশি না ,যখন ভাবেন আপনার বাবা-মা আপনাকে বেশি দেখাশুনা করে না ...

আবার ও ঐ পথ শিশু দের কথাই ভাবুন ,যাদের বাবা-মা ঐ সন্তান এর জন্য খাবার এর টাকা জোগার করার জন্য তাদের ঘরে রেখে বাইরে চলে যায় ।





আপনি খুশি না , যখন আপনি ভালো কোন স্পোর্ট ক্লাবে খেলতে পারেন না ...

ধানমন্ডি লেক কিংবা শিশু পার্কের শিশুদের কথাই ভাবুন না , তার সেখান কার রিং এ ঝুলেই খুব বেশি মজা পায় । কারন তারা কোন ক্লাবে গিয়ে খেলতে পারে না ।





আপনি খুশি না , যখন আপনি আপনার পছন্দের ব্যান্ড এর জুতা কিনতে পারেন না ...

কিন্তু কিছু মানুষ আছে যারা একটি বোতল এবং কিছু রশি দিয়ে তারা তাদের নিজেদের পছন্দ মত জুতা বানিয়ে ফেলে । তাদের সেই জুতার কাছে অনেক দামি ব্র্যান্ড ও হার মেনে যায় তাদের হাসির কাছে ।







আমরা তিন বেলাই চাই , ভিন্ন রকম সুস্বাদু খাবার খেতে ...

কিন্তু অনেকেই আছে যারা তিন বেলা খাবার পেলেই অনেক খুশি থাকে । কারন তাদের কাছে সুস্বাদু জিনিস বলে কিছু নেই , তাদের তিন বেলা পেট ভরলেই অনেক কিছু ।







আপনি খুশি না , যখন ভাবেন আপনি আপনার চুলে ভালো সেম্পু , গায়ে ভাল সাবান মাখতে পারেন না ...

ওদের কথ ভাবুন , যারা নদী কিংবা পুকুর এ শান্তি করে মাথা টা ভেজাতে পারলেই অনেক খুশি থাকে ।







আপনি খুশি না , যখন ভাবেন আপনার ঘুমারনোর ঘরটিতে এসি নেই ...

ওদের কথা ভাবুন যারা কিনা রাতের পর রাত , বছরের পর বছর রেল স্টেশন কিংবা শক্ত কাঠের চকিতে শান্তি তে ঘুমিয়ে রাত পার করে দিচ্ছে ।







আপনি খুশি না , আপনার অফিস এ কোন এসি নেই ...

এই লোকটির কথা ভাবুন তো যে কিনা কড়া রোদের মধ্যে অনায়াসে কাজ করে যাচ্ছে ।







আপনি যদি এগুলোর জন্য অনুশোচনায় ভোগেন তাহলে একবার এদের কথা চিন্তা করুন , আপনি এদের থেকে অনেক ভালো আছেন ।



আপনার চারপাশে দেখুন রকম অনেক আছে , এদের কথা ভাবলে আপনি কখনই অনুশোচনায় ভুগবেন না । কারন ওরা কখনো এগুলো নিয়ে অনুশোচনায় ভোগে না ।



আচ্ছা ওরা যদি এতো কষ্টের মাঝে হাসতে পারে , আপনি কেন পারবেন না ???







There are many things that will catch your eye , but only a few things will catch your heart ... Pursue Those !!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

এক্স রে বলেছেন: অনেক ভালো লাগলো আপু । এই লেখাটা পড়ে অন্তত কিছু মানুষ যেন অল্পতেই খুশি হওয়া শেখে । তবে অল্পতেও খুশি না হওয়ার কারন গুলো খুজে বের করতে হবে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

সঞ্চি বলেছেন: হুম সেটাই :) ধন্যবাদ

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল পোস্ট। আমাদের শুকরিয়া করা উচিৎ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

সঞ্চি বলেছেন: হুম । ধন্যবাদ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

তাসজিদ বলেছেন: oprer kotha korile cinton
apnar dukho thake kotokhon

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

সঞ্চি বলেছেন: বুঝলাম না :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.