![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
১. দেশের বেশিরভাগ (৫০%) মানুষ খোলা আকাশের নিচে টয়লেট করে। (BBC)
২. পুত্র সন্তানের আশায় ইন্ডিয়াতে প্রতি চারটি নারী ভ্রূণের মধ্যে একটি নষ্ট করে ফেলা হয়।
৩. দিল্লিকে "ধর্ষণের নগরী" বলা হয় (CNN)
৪.ইন্ডিয়ার ৬০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
৫. সমকামিতা (গে), মদ এবং লেসবিয়ানিজম সামাজিকভাবে বৈধ (প্রথম আলো)
৬. পর্নস্টারকে (সানি লিয়ন) সামাজিকভাবে সম্মাননা দানকারী একমাত্র রাষ্ট্র ।
৭.মুম্বাইকে পশ্চিমা বিশ্বে বলা হয় "সস্তা পতিতার নগরী" (সিটি অফ চিপ টার্ট, BBC)
৮. বিশ্বের সবচেয়ে বেশি বস্তি ইন্ডিয়াতে (Hollywood এবং Fox)
৯. পৃথিবীতে প্রতি বছর মোট ধর্মীয় দাঙ্গার ৫৭% ঘটে শুধু ইন্ডিয়াতে (Oxford University)
১০. এমন দেশ যার কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই। (সিনহুয়া, রয়টার্স)
মতামত থাকলে কমেন্ট করুন>>
২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপরও তাগোর দেমাগ দেখো!!!!
তারচে বেশী তাদের এদেশী দালাল গুলা!!!! তাগোর প্রশংসায় শতমূখ!!!!!
মৌলবাদী ভারত থেকে সাবধান!!!!!
০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:২৬
সত্য সাহা বলেছেন: ভাজাকার মুক্ত বাংলাদেশ চাই
৩| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৪২
সাইবার অভিযত্রী বলেছেন: পজিটিভ ভাবে চিন্তা করুন :
(৫০%) মানুষ খোলা আকাশের নিচে টয়লেট করে
: কৃচ্ছতা সাধন । এই খরচ বাচিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে।
পুত্র সন্তানের আশায় ইন্ডিয়াতে প্রতি চারটি নারী ভ্রূণের মধ্যে একটি নষ্ট করে ফেলা হয়।
: পুত্র সন্তানের আশায় ইন্ডিয়াতে প্রতি চারটি নারী ভ্রূণের মধ্যে তিনটিই ( ৭৫%) নষ্ট করে ফেলা হয় না।
দিল্লিকে "ধর্ষণের নগরী" বলা হয় (CNN)
: বিশ্ব মিডিয়ার মনোযোগ পেয়েছে ।
সমকামিতা (গে), মদ এবং লেসবিয়ানিজম সামাজিকভাবে বৈধ (প্রথম আলো)
: দেশ এগিয়ে গেছে, প্রগতিশীলতার জোয়ার বইছে ।
ইন্ডিয়ার ৬০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
: কি বলেন ? মুম্বাই কত ধনী !
পর্নস্টারকে (সানি লিয়ন) সামাজিকভাবে সম্মাননা দানকারী একমাত্র রাষ্ট্র ।
: নারীর সন্মান
মুম্বাইকে পশ্চিমা বিশ্বে বলা হয় "সস্তা পতিতার নগরী" (সিটি অফ চিপ টার্ট, )
: গরীবদের চিন্তা নাই!
বিশ্বের সবচেয়ে বেশি বস্তি ইন্ডিয়াতে
: বস্তিতে কম জায়গায় অনেক মানুষ থাকে, চাষের জমি রক্ষা হয়।
পৃথিবীতে প্রতি বছর মোট ধর্মীয় দাঙ্গার ৫৭% ঘটে শুধু ইন্ডিয়াতে ।
: এরপরও তো ওরা সেকুলার, সেটা দেখেন !
এমন দেশ যার কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই।
: কেউ বড় হলে অন্যরা হিংসা করে , তাই সম্পর্ক খারাপ হবেই, আমেরিকার সাথে তো সম্পর্ক উন্নত হয়েছে !
০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৭
সত্য সাহা বলেছেন: আপনি তো শফি হুজুরের তেতুল তত্ব দিলেন, আপ্নারে মুরগি ভাইয়ের সাথে ধর্ম ধংস মিশনে পাঠানো লাগবে।
আমারা আমরাই তো।
সেই গতি>>>>প্রগতি প্রগতি।
দিল মে হিন্দুস্থানী
৪| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩৩
গোলক ধাঁধা বলেছেন: দুনিয়ার নিকৃষ্টতম নিচ জাতি। জাত হিসেবে পশুদের খুব কাছাকাছি কিংবা পশুদেরও নিচে
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩৯
সত্য সাহা বলেছেন: তবে আপনার মত টাইগা নয়, বিলাই জাত
৫| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৬
তাসজিদ বলেছেন: যে দেশে মদি কে প্রধানমন্ত্রী করা হবে সে দেশ নিয়ে কিছু বলার নেই।
৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৫৫
বাংলার ঈগল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০৭
চুক্কা বাঙ্গী বলেছেন: মন্তব্য করার মত কিছু নাই। সহমত জানায় দিয়ে গেলাম।