নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সাহা

স্বাধীনতা আমার শক্তি। ৭১ আমার চেতনা।

সত্য সাহা

আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।

সত্য সাহা › বিস্তারিত পোস্টঃ

এবার ভারত দখলের ভয়ঙ্কর মিশনে জামাত-শিবির!!!

০৫ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

ভারতে ব্যাপক তৎপরতা শুরু করেছে জামায়াত ইসলাম ও ইসলামিক অরগানিজেশন অফ ইন্ডিয়া

গজওয়াতুল হিন্দ বা ভারত দখল যুদ্ধের জন্য তারা উঠে পরে লেগেছে।

এজন্য তারা জামায়াতের পাশাপাশি একটি পলিটিকাল পার্টিও তারা খুলেছে, যার নাম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।



এবারের নির্বাচনে মাত্র ৩৮ আসনে প্রার্থী দিলেও সামনের লোকসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেয়ার টার্গেট নিয়েছে তারা।



বাংলাদেশের আওয়ামীওলীগ যেমনি ভাবে জামায়তকে জনপ্রিয় করার টার্গেট নিয়েছে তেমনি ভারতে নিয়েছে বিজেপি ও কংগ্রেস।



আসামে মুসলিম নিধন শুরু হলে তীব্র প্রতিবাদ করে মিডিয়ায় ভাল কভারেজও পাওয়া শুরু করেছে জামায়াত।

রেডিও তেহরানঅসমে মুসলিম নিধনের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী হিন্দ



প্রেস টিভি

India slammed for inaction on barbaric massacre of Muslims



শিবিরের ন্যায় ভারতের ইসলামিক অরগানাইজেশন অফ ইন্ডিয়া লাখ লাখ টাকা খরচ করছে ছাত্রদের কাছে টানার জন্য।



২৮এপ্রিল,২০১৪: স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এস.আই.ও) পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ৪৮ লাখ টাকা বৃত্তি দিয়েছে হিন্দু/মুসলিম ছাত্রদের মধ্যে। নীচে ছবিতে অনুষ্ঠান।







শুধু তাই নয় জামায়াতীদের ভয়াল থাবায় নারী সমাজও!

দেখুন শুধুমাত্র কেরালা রাজ্যের একটি মহিলা সমাবেশ।যা আপনি উইকিপিডিয়াতেও দেখতে পাবেন।





ভারতের অন্যান্য ইসলামিক দলগুলি বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলোর মতই জনসমর্থন হারাচ্ছে!!

এম এই এম , মুসলিম লীগ যাদের বর্তমানে সংসদে অনেক প্রতিনিধি আছে তারাও একই পথের যাত্রী।



বিজেপির জঙ্গি তৎপরতা, কংগ্রেসের আওয়ামী মার্কা আচরণ ও অন্যান্য ইসলামী দলগুলোর আপোষের রাজনীতি জামায়াতকে শক্তিশালী করে তুলছে।



বাংলাদেশে আওয়ামীলীগের ফ্যাসিবাদ ও বিএপির ব্যার্থতার জন্য জমায়াত যেভাবে শক্তিশালী হয়ে উঠছে তাতে আগামী দিনে জামায়াত মুহাজির ও ভারতীয় জমায়াত আনসার এবং পাকিস্থান, আফগান ও কাশ্মীরের জামায়ত অস্ত্র সংগ্রাহকের যে ভুমিকায় অবতীর্ণ হয়ে যাবে না তার গ্যারান্টি কি??



এখন ও লেখাটা আপনার কাছে ফালতু মনে হচ্ছে কিন্তু ২ বছর আগে বাংলাদেশে জামায়ত ছিল ২ ভাগ এখন কিন্তু ৩০ ভাগ একথাটা মনে রাখবেন।



মুরসির পাশে ভারত জামাতের আমীর





কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে কোলকাতা জমায়াত





গত চার এপ্রিল জামায়াতের সমাবেশ





এই ছবিটি দেখে অবাক হতে পারেন কারণ মিছিলের সামনে অনেকজন হিন্দু মহিলা যেমনটি দেখেছেন সাঈদি পুত্রের নির্বাচনে।





ওয়েলফেয়ার পার্টির জনসভা মঞ্চ





এরকম হাজার হাজার প্রমান আছে যা হিন্দুস্থানের বুকেও জামায়াতের উত্থানের আভাস দেয়।

আপনি আমাকে গালি দেন আর যাই করেন শাহরিয়ার কবির কিংবা মুন্তাসির মামুন মার্কা পেইড অসাম্প্রদায়িক চেতনার লোক হলে জামায়াতকে রুখা যাবে না। কারণ তারা বাংলাদেশে বলে ধর্ম হীনতার কথা আবার বিদেশ যেয়ে যোগ দেয় খ্রিস্টান মিশনারীতে।

প্রমান দেখুন কয়েকদিন পূর্বের ছবিতে।





পরিশেষে বলতে চাই, টাইম থাকতে পিওর হন, সাপোর্ট দিবে জনগণ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:১৮

বোধহীন স্বপ্ন বলেছেন: ছাগুদের ভিতর যে কি মধু পায় লোকে তা আজো বুঝলাম না।

০৫ ই মে, ২০১৪ রাত ৯:২৬

সত্য সাহা বলেছেন: তার কারণ তো অন্যদের ধর্ম নিয়া ব্যাবসা আর জামায়তের সরাসরি ধর্মের রাজনীতি।

সুতরং ধোঁকা কারা দিচ্ছে ভাই??

আর শাহরিয়ার কবিরের ইতিহাস তো দিলাম ই ত

২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:১৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: লেখকের সত্যিকার নাম কি ? আপনার পোস্ট গুলোর বিষয়বস্তুর সাথে আপনার নিক/নাম "সত্য সাহা" মেলে না !!! কি উদ্দ্যেশে আপনি এই নিকটা চালাচ্ছেন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.