নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সাহা

স্বাধীনতা আমার শক্তি। ৭১ আমার চেতনা।

সত্য সাহা

আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।

সত্য সাহা › বিস্তারিত পোস্টঃ

আমিও বাংলাদেশী, বাপের ক্ষমতা থাকলে তাড়ান : দাঙ্গাবাজ মোদীকে মমতা

০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৭

বাংলাদেশীদের বিতাড়ন করার হুঙ্কার দিয়ে বারবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী যেভাবে বক্তব্য দিচ্ছেন তার পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে গ্র্রেপ্তার করে জেলে পুরার দাবি জানিয়েছেন। তবে এবার মমতার পর ভারতের রেলপ্রতিমন্ত্রী ও কংগ্রেসের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি অধীর চৌধুরীও মোদীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি নিজেও তো বাংলাদেশী। আপনার বাপের ক্ষমতা থাকলে আমাকে তাড়ান দেখি। মেদিনীপুরের খড়গপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় অধীর চৌধুরী বলেন, আওয়াজ তোলা হচ্ছে বাংলাদেশীদের তাড়াতে। আমিও তো বাংলাদেশী, আমাকেও তাড়িয়ে দেখুন। আমি আপনাকে ইনভাইট করছি, আপনার বাবার যদি ক্ষমতা থাকে আমাকে বাংলাদেশে তাড়িয়ে দেখুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী আরও বলেছেন, বাংলাদেশ তাড়াবেন। এসব বাহাদুরি এখানে (রাজ্যে) দেখাবেন না। তিনি বলেনে, আওয়াজ তোলা হচ্ছে, ১৯৪৭ সালের পর যারা এসেছেন তাদের বাক্স-প্যাটরা নিয়ে খেদিয়ে দেয়া হবে। তাহলে তো প্রথমেই বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে খেদাতে হয়। তিনি তো ভারতের স্বাধীনতার পর এদেশে এসেছেন পাকিস্তান থেকে। আদভানিকে খেদানোর ক্ষমতা আপনার কী আছে ? মোদীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার কথায় যদি বাংলাদেশী তাড়াতে হয়, তাহলে আগামী দিনে বিদেশে বসবাসকারী ভারতীয়দের খেদানোর কথা বলতে পারে সংশ্লিষ্ট দেশ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বাংলাদেশী ইস্যু নিয়ে চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের রাজনীতি চলছে। মোদী গত কয়েকদিনে যে কটি সভা করেছেন রাজ্যে সব জায়গাতেই বাংলাদেশী ইস্যুকে খুঁচিয়ে তুলেছেন। তবে রাজ্যের বিভিন্ন দলের নেতারা এজন্য মোদীকে পাল্টা জবাব দিতেও ছাড়ছেন না। তৃণমূল কংগ্রেস নেত্রী তো মোদীকে তুই তোকারি করে সম্বোধন করার পাশাপাশি কখনো মূর্খ কখনো দাঙ্গাবাবু বলে বিদ্রƒপও করেছেন। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যও মোদী সম্পর্কে মানুষকে সচেতন থাকার পাশাপাশি দাঙ্গাবাজ বলে তাকে অভিহিত করেছেন। বিজেপি অবশ্য চুপ করে বসে নেই। মোদীকে গ্রেপ্তার করার কথা বলে মমতা বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন রাজ্যেও বিজেপি নেতারা। আবার পুরনো তথ্য ঘেঁটে বিজেপি নেতারা দাবি করেছেন, ২০০৫ সালে বাংলাদেশী অনুপ্রবেশকারী নিয়ে উদ্বেগ প্রকাশ করে লোকসভায় বিষয়টি তুলতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি না পেয়ে মমতা ফাইল ও চাদর লোকসভার ডেপুটি স্পিকারের দিকে ছুড়ে মেনেছিলেন। বিজেপির আরও অভিযোগ মমতাই একসময় জিগির তুলেছিলেন যে, বাংলাদেশীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে সিপিআইএম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:৩১

ক্লান্ত তীর্থ বলেছেন: মজা পাইলাম!

০৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

সত্য সাহা বলেছেন: ভালত ভালো না!

২| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৩

রাখালছেলে বলেছেন: উস্কানিমুলক পোষ্ট । বাংলাদেশী নিয়া জল ঘোলা করাটা রাজনীতির অংশ। তারা তো করবেই । কারন বাংলাদেশীদের যদি খোচা না মারে তাহলে ভোট পাবে কি করে ..?

৩| ০৭ ই মে, ২০১৪ রাত ১:১৯

মাইরালা বলেছেন: ভোট পাওয়ার জন্য লালায়িত কুকুর, ভারতীয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: রাজনৈতিক বোলচাল।। ভেবে দেখুন তিস্তার ঘটনা।

৫| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩৬

বোকা মামা বলেছেন: তারা দেখাবে মুরগী খাওয়াবে ডাল.............

৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৫৩

বাংলার ঈগল বলেছেন: আমরা কি এই ছাগীর পরিচয় দেই যে ওর পূর্বপুরুষ-মহিলা এদেশে ছিল!
ছাগী : পানি দেওয়ার সময় ভুট> আর ভোটের সময় চিৎ!!!

৭| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: মা***দ বেডি। কু***চা। পো**নি দেওনের কাম। খা*কি মাগী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.