নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ_আহমেদ

সৌরভ_আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Making A Murderer - আমার দেখা সেরা ডকুমেন্টারী সিরিজ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮



২৯ জুলাই, ১৯৮৫। খুব উষ্ণ একটা দিন। তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বিকাল ৩ টার সময় Penny Beertsen মিশিগান লেকের উত্তর পাশ দিয়ে জগিং শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর তিনি কালো লেদার জ্যাকেট পরা একজন লোককে দেখলেন যা ছিল অদ্ভুত। লোকটি তার দিকে তাকিয়ে বলল ,"It's a nice day for jog, isn't it? "

জগিং করে ফেরার সময় Penny Beertsen দেখলেন যে লোকটিকে কিছুক্ষণ আগে অতিক্রম করেছিলেন সে লোকটি তার পথ বরাবর দাড়িয়ে আছে। লোকটির থেকে বাঁচার জন্য তিনি পানির দিকে দৌড় দিলেন । কিন্তু লোকটি তাকে ধরে ফেলল। তাকে টেনে হিচড়ে পার্শ্ববর্তী বনের দিকে নিয়ে গেল। ................ । লোকটি তাকে মৃতপ্রায় অবস্থা রেখে পালিয়ে গেল। ওই দিন রাত ১০ টার সময় Penny Beertsen কে যৌন নির্যাতন ও নির্মমভাবে মেরে আহত করার অভিযোগে Manitowoc County Sheriff Department গ্রেফতার করলো Steven Avery কে।

বিচারকার্য শেষে ৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন Steven Avery ।

কেটে গেল ১৮ টি বছর ।

এরপর উন্নত DNA নির্ণয় প্রযুক্তির বদলোতে প্রমাণিত হয় Steven Avery নয়, Penny Beertsen কে যৌন নির্যাতনের ঘটনার জন্য দায়ী Gregory Allan যার ব্যাপারে Police প্রথমেই Sheriff Department অবহিত করেছিলো। কিন্তু তারা তখন এটাকে কোন গুরুত্বই দেয়নি। বিনা দোষে ১৮ বছর জেল খাটার পর ২০০৩ মুক্তি পেলেন Steven Avery।

এরপর তিনি ৩৬ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন Sheriff Department এর বিরুদ্ধে। এই মামলা চলাকালীন সময়ে ২০০৫ সালে Teresa Halbach হত্যার ঘটনায় আবার গ্রেফতার হন Steven Avery। যাবজ্জবীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি ।

Steven Avery কি আসলেই Teresa Halbach কে হত্যা করেছিল নাকি এটা ছিল Sheriff Department এর প্রতিশোধ????? এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে Making a Murderer এ।

Netflix এ প্রচারিত এই ডকুমেন্টারী Series টির Director হলেন Laura Ricciardi এবং Moira Demos। অসাধারন এই ডকুমেন্টারী বানাতে তাদের সময় লেগেছে প্রায় ১০ বছর। এই সিরিজটি দেখলে আপনার ভালো লাগবেই । অনেকের ডকুমেন্টারী দেখতে ভালো লাগে না কারণ এতে শুধু তথ্য উপস্থাপন করা হয়। চমকে দেয়ার মত ঘটনা থাকে খুব কম। Making A Murderer এক্ষেত্রে ব্যতিক্রম। এতে অনেক twist আছে। অনেক বিষয় আছে যেগুলো আপনাকে দোটানায় ফেলবে।
Making A Murderer এর IMDB রেটিং - ৯.১ আর আমার রেটিং ৯.৫।


Series টিতে ১০ টি পর্ব আছে। ১ম পর্বটি Youtube এ আছে। বাকি পর্বগুলো পাবেন netflix এ। কিন্তু বাংলাদেশে Netflix available না। এক্ষেত্রে সমাধান হল টরেন্ট। খুব সহজেই পেয়ে যাবেন।

Trailer লিঙ্কঃ-

১ম পর্বের লিঙ্কঃ-

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো জিনিসের খোঁজ দিসেন। দেখুমনে।

স্বাগতম ব্লগে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

সৌরভ_আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম!!

এটা নামায়া নিমুনে। ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

সৌরভ_আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৭

আরজু পনি বলেছেন: বাহ আগ্রহ জাগানো লেখা...
আশা করছি দেখবো ।

শুভ ব্লগিং ।


১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

সৌরভ_আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.