![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যুদ্ধে ব্যার্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকার মিথ্যে অভিনয় করে করে ক্লান্ত পথিক
কষ্ট আসে বজ্র হয়ে সব আশাকে ভস্ম
করতে
রক্তাক্ত করে ছিন্ন ভিন্ন করে হিস্রতার তিরে
ক্ষত হয় পঁচে যায় গলে যায় মন
কষ্টগুলো আঘাত হানে জলোচ্ছ্বাস হয়ে আশা
নামক সুখ পাখীটার ডানা ভাঙতে
অকালে ঝড়ে যায় সুখমাখা মধুর অনুভূতি
জীবন হয়ে উঠে হতাশার ধুলো
রাতের অন্ধকারে মনের চিলেকোঠায় ভিড়
করে
ছোট বড় লাল নীল কত অজস্র তিক্ত কষ্ট
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
শুন্য প্রাণ বলেছেন: ধন্যবাদ জনম দাসী
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: বেশ লিখেছেন।কষ্ট আর আনন্দের মিশ্রণই জীবন
শুভ ব্লগিং
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
শুন্য প্রাণ বলেছেন: আমি নতুন লিখছি।আমার জন্য দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৭
জনম দাসী বলেছেন: শুভ আগমন ... শুভ হোক এই পথ চলা শুন্য প্রান। ভাল লিখেছেন... ভাল থাকুন সব সময়।