নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer & Director

সৌরভ সাফওয়ান

পিপাসিত এক ক্ষুদ্র লেখক

সৌরভ সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

কষ্ট

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫


কে তুমি?
কি চাও?
ওহ তুমি!
নানাভাবে তোমার আমার মোলাকাত।
কখনও নির্জন জায়গায় একাকীত্বে,
কখনও জন কোলাহলপূর্ণ
ফুটপাতে বিচরণ কালে।
কখনও ক্ষণিকের আবছা ধোঁয়া
তাহাতে বহিঃপ্রকাশ তোমার!
তোমার উপস্থিতকাল
আমার হৃদয় দিশাহারা,
চূর্ণবিচূর্ণ, নিস্তব্ধতায় লিপ্ত,
দেহ শিহরণ ক্রন্দন আপন মন,
ঝাপসা নয়নে জলের ঢেউ খেলা।
ঐযে, নিষ্পাপ শিশুটি..
খেলাধুলায় মগ্ন, হাসি মাখা মুখ,
দেখে মনে হয় না
তাহার হৃদয়ে তোমার বসবাস।
না, সেখানেও তুমি বাসা বেঁধেছ!
বৃদ্ধ মানব, মৃত্যুপথ যাত্রায়,
তাহাকেও মুক্ত করনি
তোমার এই বিষধর জাল থেকে।
না চাইতেও বেহায়াপনা তোমার।
জীবাশ্মে কেউ থাকুক আর নাইবা থাকুক
জানি তুমি রবে অমর সঙ্গী হয়ে।
হে কষ্ট,
তবুও চাই না তোমায় কাল জীবাশ্মে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব যন্ত্রনাদায়ক কবিতা।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

ফেনা বলেছেন: হুম বেদনাদায়ক চিন্তার বিষয়।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

৩| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: খুব সুন্দর। কষ্ট যখন আসে, তখন বলে আসে না। জানি সঙ্গী হয়ে যায়, তবুও ধৈর্য..।।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫

সৌরভ সাফওয়ান বলেছেন: হুম, ধন্যবাদ

৪| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ!!

৫| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ!!

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.