নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer & Director

সৌরভ সাফওয়ান

পিপাসিত এক ক্ষুদ্র লেখক

সৌরভ সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

অবেলায় গমন

১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩



হাজারো বার্তা আসিয়া বেড়ায় কর্ণকূলে

সুরের রেশে গুণগুণ করিয়া বাজিতে থাকে তাহা।

গেয়ে বেড়ায় সেই সুর

আহা, বড়ই স্পর্শীয় তোমারি প্রেম-সুর।

ওগো প্রিয়তমা, আজি বুঝি আসিয়াছ

অবেলার রক্তিমা অস্ততলে।

ব্যাকুলতা কড়া নাড়ে

আহা, আজি অবেলায় সুগম্য তোমার,

মনের ভাঙা তরীর তরে ।

তীরে যাইবো নাকো তরী লয়ে আর

ভাঙা তরী জোড়া দিয়ে তাহায় বসবাস।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৭

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৬

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৮

হাবিব বলেছেন: মনের ভাঙ্গা তরী তার আগমনে জোড়া লেগে যাক!

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৫

সৌরভ সাফওয়ান বলেছেন: জোড়া দিয়ে সেই নদীর মাঝেই বসবাস করবো, তীরে আসবো না ফিরে আর

৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪২

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৬

সৌরভ সাফওয়ান বলেছেন: ভালো লিখতে পারি না, চেষ্টা করছি লেখার

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর । আরো কবিতা আসুক ।
হ্যাপি ব্লগিং

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২১

সৌরভ সাফওয়ান বলেছেন: ইনশাআল্লাহ, চেষ্টা করব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.