নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer & Director

সৌরভ সাফওয়ান

পিপাসিত এক ক্ষুদ্র লেখক

সৌরভ সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

আহারে জীবন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪


দিশেহারা মনে হচ্ছে নিজেকে! কেমন যেন লাগছে! কি যেন হারিয়েছি!
কিন্তু কেন? কি হারিয়েছি? কি হয়েছে আমার? কেন এত ব্যাকুলতা, নিস্তব্ধতা? কোন উত্তরই খুঁজে পাই না!
ধুর, ভালো লাগেনা কিছুই। মধ্য রাতে কারো সাথে কথা বলাও সম্ভব নয়, সবাই এতক্ষণে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে।
টেলিভিশন টা ছেড়ে একটু সময় পার করি।

যাব্বাবা, একটু দেখতে না দেখতেই লোডশেডিং! উফ কিছুই ভালো লাগে না।
হেডফোন কোথায় রাখলাম! আজকাল বড়ই মন ভোলা হয়ে গেলাম, জীবনটাই এলোমেলো হয়ে গেছে।
যাক খুঁজে পেলাম অবশেষে। হেডফোন দিয়ে গান শোনার মজাই আলাদা। প্রিয় শিল্পীদের ইংলিশ ও হিন্দি গানের লিস্ট বরাবরের মতই আপডেট থাকে আমার মোবাইলে।
নাহ কম ভলিউমে ভালো লাগছে না, তাতে ভালো লাগার পরিবর্তে আরো বেশি খারাপ লাগা অনুভব হচ্ছে। ভলিউম টা ফুল করে দেয়া দরকার, আশা করি একাকিত্ব মনে হবে না, বেশ ভালোই লাগছে। আর গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়বো টেরই পাবো না...।

উফ ভালো ভাবেই তো ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম টা কেন ভাঙ্গলো! আচ্ছা গান বন্ধ হয়ে গেল তাই ঘুম ভেঙ্গে গেল। আজকাল গান ছাড়া তো আমার ঘুমই সম্পূর্ণ হয় না।
ইস, মোবাইল বন্ধ হয়ে গেল! এত তারাতারি চার্জ পুরিয়ে গেল! এদিক দিয়ে বিদ্যুৎও নাই। কি যে করি!

হঠাৎ এত বাতাস কোত্থেকে আসছে? আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে! মনে হয় কাল বৈশাখী ঝড় শুরু হচ্ছে। হাত পা শীতল হয়ে আসছে, শরীরের পশম গুলো দাঁড়িয়ে যাচ্ছে, কেমন যেন ভয় ভয় লাগছে, ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছে ঝিম ঝিম করছে পুরো শরীর। এমনটি আগে কখনও হয়নি। আজ কেন এমন মনে হচ্ছে!

মনে হচ্ছে একটু সামনে কে যেন দাঁড়িয়ে আছে! কিন্তু আমার রুমের দরজা তো বন্ধ! কে হতে পারে! ভয়ে উঠার সাহসও পাচ্ছি না।

না, এখন তো একজন মনে হচ্ছে না, বেশ কয়েকজন! পুরো শরীর অবশ হয়ে গেল! মনে হচ্ছে উঠে বসার শক্তি টুকুও পাচ্ছি না!
কে? কে ওখানে? কে তোমরা? কি চাও এখানে?

মালাকুল মওত? বুঝতে আর বাকি রইল না, আজই আমার শেষ রাত, হাজারো কাকুতিমিনতি করেও কোন লাভ নেই আজ। সকলের মত আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় এসেছে

কিন্তু এত ভয়ানক লোমহর্ষ কেন? তোমার এই দল কে কেন নিয়ে আসছ? আমি তো জানি তোমার আরেক দল রয়েছে, যারা সাদা কাপড় পরিহিত সুগন্ধি মাখা! ওদের কেন নিয়ে আসনি?

সেই দল আমার জান কবজের জন্য আসবে না, কারণ আমি পাপিষ্ঠ।

হায় আমি কত না অন্যায় করেছি, কত না নাফরমানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, শিরক করেছি, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, নামাজ পড়িনি, কুরআন পড়িনি, রোজা রাখিনি..
সকল পাপ আজ আমার চোখের সামনে ভেসে উঠেছে।

আমি যদি দুনিয়াতে আর কিছু দিন বেঁচে থাকতাম! সকল অন্যায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পুণ্য কাজে লিপ্ত থাকতাম সর্বদা।

হাত জোড় করে কাকুতিমিনতি করছি, আমাকে আর কিছু দিন সময় দাও আমি আমি সৃষ্টি কর্তার ইবাদাতে ব্যস্ত থাকবো সর্বদা।
হায় ক্ষমা চাওয়ার সেই সময় টুকু আর পাবো না আমি! ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল আমার জন্য!

আমাকে দু দন্ড সময় দাও মৃত্যুর আগে অন্তত কালেমা টা পড়ে যাই
কিন্তু না, আমার মুখ থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না!

হায় আমি পাপিষ্ঠ, কতই না পাপী, কতই না নিকৃষ্ট ভাবে আমার মৃত্যু হচ্ছে! সকল পাপিষ্ঠ ব্যক্তির ন্যায় আমারও কষ্টদায়ক মৃত্যু হবে! সকল পাপের ফসল আমাকে ভোগ করতে হবে!

(এটি একটি কাল্পনিক চরিত্র মাত্র, তবে বাস্তবমুখী)
আল্লাহ তায়ালা আমাদের সকল কে নেক আমল নিয়ে মৃত্যু বরণ করার সুযোগ দিন... আমিন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭

সৌরভ সাফওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: লিখতে থাকুন । লেখা ভালো লাগছে।
শুভকামনা রইলো ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: কি লেখায় কি বলতে চেয়েছেন? বুঝতে পারি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.