নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer & Director

সৌরভ সাফওয়ান

পিপাসিত এক ক্ষুদ্র লেখক

সৌরভ সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

বাকরুদ্ধ জাতি

০৬ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০

জাতি তুমি বাক প্রকাশে পরাধীন, ভাবো তুমি মুখ খানা সেলাই থাকুক কিছুদিন। সেলাই খুলতে ভীষণ ভয় হয়,
প্রতিটা সেলাইয়ের গোড়ায় রক্তাক্ত ও ভীষণ ব্যাথার ভয়ে!
কিন্তু জাতি তোমার প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গে অবৈধ ক্ষমতাশীলদের আঘাতে আঘাতে ঘা হয়ে পচে গলে যায়, তুবুও তুমি মুখের সেলাই খুলে প্রতিবাদ করছো না!

বাকরুদ্ধ ও পরাধীনের জন্য জাতি তোমরাই দায়ী, তোমরা নিজেরা নিজেদের অধিকার হরন করেছ!
ওদের কী দোষ দিবে বল? জাতি তোমরা নষ্ট করেছ গণতন্ত্র। প্রতিবাদী কণ্ঠস্বর ধুলোর সাথে মিশে দিয়ে পড়ে আছো ঘরের এক কোণে! নিজের অধিকার আদায় করতেই ভুলেছো আজকাল।

এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটের চিত্র।
প্রতিটা মানুষের নিজের অধিকার আদায়ের জন্য প্রয়োজন প্রতিবাদী কণ্ঠস্বর ও আত্মত্যাগ, সকলে নিজের স্বার্থে প্রতিবাদ করলেই গোটা জাতি ফিরে পাবে স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশ সহ সকল অধিকার।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাধীনতা মানেই যা খুশী বলা তা নয়,
ইচ্ছে মতো চলাফেরা বা যাকে তাকে গালিগালাজ করা তাও নয় ।

........................................................................................
রাস্তা ঘাটে যা কিছু ফেলে নোংরা করি, অন্যর ব্যাপারে হইচই করি
তাও স্বাধীনতা বুঝায় না ।
জনস্বার্থে ব্যাঘাত ঘটেছে এমন ক্ষেত্রেও শোভন ভাবে প্রতিবাদ করতে হবে,
এজন্য সরকারের আচরনও সহনীয় গনতান্ত্রিক হতে হবে ।

২| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই ভাবে যে শেলাই করলেন খাবে কিকরে।

৩| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:



যে বলতে জানেন, সে বলতে পারেন।

৪| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: শিশশশ!

৫| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: বোবা হয়ে থাকাই ভালো।

৬| ০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩

মেহেদি_হাসান. বলেছেন: বোবার কোন শত্রু নেই

৭| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৪

এম আর তালুকদার বলেছেন:
https://www.somewhereinblog.net/blog/mrttalukder/30202835

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.