নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer & Director

সৌরভ সাফওয়ান

পিপাসিত এক ক্ষুদ্র লেখক

সৌরভ সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষে নিহত ১

১০ ই মার্চ, ২০২১ রাত ১২:০৫


যারা গণতন্ত্র বাদ দিয়ে একক তন্ত্র প্রতিষ্ঠা করে তাদের যুদ্ধের ময়দানে বিরোধী দল বলতে কিছুই থাকে না। তখন নিজেরা নিজের বিরোধী দল বানিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এভাবে শুরু হয় তাদের পতন।
এটায় দুনিয়ার অত্যাচারীদের পতনের বৈশিষ্ট্য বলা বাহুল্য।
একতন্ত্রী শাসিত রাজনীতিতে আবেগময় অথবা ক্ষমতার লোভে নিজেকে অত্যাচারীর দলে বিলিয়ে দেয়ার আগে অন্তত একটি বার ভেবে দেখুন আপনি কোথায় ঝাঁপ দিতে যাচ্ছেন! আবেগের রাজনীতি অথবা ক্ষমতার লোভ কি আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে! ভাই ভাই করে নেতার পিছে দৌড়াচ্ছেন খেয়ে না খেয়ে কিন্তু আপনার কিছু হয়ে গেলে তারা কি আজীবন আপনার পরিবারের পাশে থাকবে? নাকি দুদিন মিটিং মিছিল করে আপনার কবরে দুখানা ফুল দিয়ে তিনদিন পর আপনাকে ভুলে যাবে! অপরাজনীতিতে অতীতে যারা প্রাণ দিয়েছে তাদের কথা চিন্তা করুন, কেউ কি মনে রেখেছে তাদের? অথচ তাদের বাবা মা এখনও ডুমরে কেঁদে উঠে, অঝরে চোখের পানি ঝরে । মা বাবাকে সান্তনা দেয়ার জন্যও কোন নেতা তাদের বাড়িতে খোঁজ নিতে যায় না। কার জন্য নিজের জীবন বলি দিচ্ছেন? কিসের আশায় রক্ত ঝরাচ্ছেন? অপরাজনীতি শুভকর নয়।
এসব ছেড়ে নিজের পরিবারের পাশে দাঁড়ান, তাদের কথা ভেবে নিজেকে কর্মব্যস্ততায় বিলিয়ে দিন তাহলে সুখে থাকবে আপনার পরিবার পরিজন। তাদের সুখেই আপনি মনের মাঝে স্বর্গীয় সুখ অনুভব করবেন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক ঘটনা।

২| ১০ ই মার্চ, ২০২১ রাত ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: এরা একে অপরকে গরু চোর বলে । এরা দেশের শাসক

৩| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



দেশ মানুষ বলি চাচ্ছে

৪| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: সৌরভ সাফওয়ান,


সুন্দর একটি মেসেজ দিয়েছেন ।


আবেগের রাজনীতি অথবা ক্ষমতার লোভ কি আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে! ভাই ভাই করে নেতার পিছে দৌড়াচ্ছেন খেয়ে না খেয়ে কিন্তু আপনার কিছু হয়ে গেলে তারা কি আজীবন আপনার পরিবারের পাশে থাকবে? নাকি দুদিন মিটিং মিছিল করে আপনার কবরে দুখানা ফুল দিয়ে তিনদিন পর আপনাকে ভুলে যাবে! ................কার জন্য নিজের জীবন বলি দিচ্ছেন? কিসের আশায় রক্ত ঝরাচ্ছেন? এসব ছেড়ে নিজের পরিবারের পাশে দাঁড়ান, তাদের কথা ভেবে নিজেকে কর্মব্যস্ততায় বিলিয়ে দিন তাহলে সুখে থাকবে আপনার পরিবার পরিজন। তাদের সুখেই আপনি মনের মাঝে স্বর্গীয় সুখ অনুভব করবেন

ধান্ধায় থাকা বোকামানুষগুলো এটা বুঝলে হয় !

৫| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫৫

স্প্যানকড বলেছেন: মুর্খের দল কয়টা টাকার জন্য যারতার কথায় ছুটে পরে মরে। এ জাতির কি হবে?

৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:২৮

জাহিদ হাসান বলেছেন: এসব কি হইতাছে ওই জায়গায়? X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.