![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্নিগ্ধ ভোরের শিশির ভেজা ঘাসে
হেঁটেছি তোমার হাতে রেখে হাত।
পাখির কলরব, নুপুরের আওয়াজ
আর গুন গুন করে গাওয়া গানের সুর
ছুয়ে যায় আমার হৃদের গহীনে।
কাজল মাখা টানা কালো চোখে তাকিয়ে
ডুবে যাই ভালোবাসার সাগরে।
তোমার হাসিতে ঝরে ফুলের পাপড়ি,
সুশোভিত করে মনের আঙ্গিনা।
ভোরের আলো মৃদু হেসে ছুঁয়ে দেয়
পথের বেকে, তোমাতে আমাতে।
তোমার পরশে বিমোহিত আমিতে।
প্রেমের পরশ অটুট রবে চিরকাল,
অনুভবে তুমি, যত দিন রবে দেহে প্রাণ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।