নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
রবীন্দ্রনাথ এড়িয়ে গেছেন
দিয়েছেন ফাঁকি বহু
মোল্লাদের ঘাটেন নি অত
চলেছেন নিজের মতো।
রবীন্দ্রনাথ থেকেছেন নীরব
শুনেন নি,
মিলিটারীর হাতে ধর্ষিতার আওয়াজ
ভালোই করেছেন ;
তিনি তো নন কোট কাচারি জাজ !
রবীন্দ্রনাথ প্রেমে ছিলেন আসক্ত
পুরোপুরি মাতাল
খুড়েছেন কলম
নেই কেউ সমকক্ষ !
জুটেছে নোবেল
দুনিয়া চিনেছে বাংলা সাহিত্য ।
রবীন্দ্রনাথের ও নাম
হয় বদনাম
চলে গেলে একলা পাষাণী
কাদম্বিনী !
রবীন্দ্রনাথ !
১৮ জানুয়ারী ২০২১।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, দেশ প্রেমিক বাঙালী ভাই ! এইতো চেষ্টা করি যতদুর যায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ কামনা রইল । ❤️
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো খুব সুন্দর কবিতা লেখেন। আপনার জন্য রইলো অভিনন্দন।