নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মেয়েটা !

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

পাড়ার লোকের জিভে জল
মেয়েটার চোখ ছলছল
ভাবনায় মারে,
এমন দশা কি করে
কামসুত্র যে ঘরে ঘরে !

মেয়েটা ওড়না দিত
আল্লাহ রাসুল মানতো সবই
নামাজ কালাম যথারীতি ।

মেয়েটা গাইত গান
চর্চা করত কবিতা
দেখতে নায়িকা ববিতা।

স্কুল কলেজ
কালচারেল প্রোগ্রামে
থাকতো উঁচু আসনে
মেডেল পদক জুটে যেতো
বাবা মায়ের প্রিয় তা !

চোখ পড়ল শকুনের
পাড়ার ছেলে নকিবের
প্রেম পত্র জোরাজোরি
সালিশ হইল,
" দোষ টা নাকি মেয়ের ই  " !
বলল, লোকে যা তা !

দিন দশেক এমনি গেল
আংগুল ঘুরে চার দেয়ালে
দিন এগারো বাইরে এলো
সকল বাঁধার দুয়ার খুলে ।

মেয়েটি আর এলো না ঘরে
সন্ধ্যে নামে
বাড়ে রাত
জানল পুরা মহল্লা ।

দিন দুয়েক পর এলো খোঁজ
নল খাগড়ার আড়ালে
থেতলানো শরীর
নানান পদের চিহ্ন ঘা !

এ কান ও কান হচ্ছে রোজ
জানি, তো লটরপটর
কত্ত ছিল সতী !
কোট কাচারি বাপ, মা ঘুরে
হয় না কোন গতি !

       মেয়েটা !

২০ জানুয়ারী ২০২১।








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.