নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি আর্টিস্ট মনিকা লুইনাক৷)
তুমি আসবে বলে,
কৃষ্ণ চুড়া আরও লাল
তুমি আসবে বলে,
ভেতর বাহির সুসজ্জিত
রোড ঘাটে চুনকাম।
তুমি আসবে বলে,
শক্তপোক্ত মরদ আমি
নাকের ডগায় জমে ঘাম।
তুমি আসবে বলে,
ডানা ঝাপটায় পাখি
ইথারে তোমার গুনগান
তুমি আসবে বলে,
সরব লাল দিঘি ময়দান।
তুমি আসবে বলে,
অমৃত ভাত, ডাল
তুমি আসবে বলে,
উত্তেজনা মনে
দুইশ কুড়ি
বিদ্যুৎ দেহে
ঘরে ফেরার টান।
তুমি আসবে বলে,
রাস্তার ফুচকা
বাড়তি নেই মরিচ ঝাল
তুমি আসবে বলে,
শিশিরসিক্ত টিনের চাল।
তুমি আসবে বলে,
আলতা পায়ে নুপুর
গলতে থাকে দুপুর।
তুমি আসবে বলে
এ রাজ্যে
বসন্তের আনাগোনা
চোখেমুখে হাসি।
ভুলে বসি
মৃত্যু পরোয়ানা !
আমি বাউল কবি।
বিদ্র ঃ কিছুটা পরিবর্তন করা হলো ব্লগার " কালো যাদুকর " উনার সাথে সহমত হলাম। নাম ও পরিবর্তন করা হলো। ধন্যবাদ সকল কে। ভালো থাকবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করি যতদূর যাওয়া যায়। ভালো থাকবেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২০
মিরোরডডল বলেছেন:
শিরোনামের সাথে মিলে যায় একটি প্রিয় গান ।
তুমি আসবে বলে তাই……
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। গানটি শুনলাম খুব ভাল লাগলো। ভালো থাকুন সব সময়।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬
রাজীব নুর বলেছেন: ছড়া কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে চেষ্টা করুন। গল্প, প্রবন্ধ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০
স্প্যানকড বলেছেন: হুম, এতদিকে হাত পা চালাইতে বলছেন। আচ্ছা, দেহুমনে। ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬
কবিতা ক্থ্য বলেছেন: কঠিন হইসে।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মিরোরডডল বলেছেন:
Spanked এর কবিতা গুলো কড়া ডোজের হয় কিন্তু তারপরও ভালো লাগে ।
অনেক সত্যভাষণ থাকে ।