নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

একুশ শতকের বাঁদুর !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯

(ছবি গুগল মামু)

আচ্ছা! কেউ যদি জিগায় আপনারে বাংলাদেশের প্রধান সমস্যা কি? আপনি কিন্তু কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে ভাবতে শুরু করবেন কি দিয়া শুরু করমু। কোনডা থুইয়া কোনডা কমু! ঠিক তো! অনেকটা চকবাজারের ইলেক্ট্রিক খাম্বায় লটকে থাকা তারের গিটটু। খোলা মুশকিল ভাবলে ঘাম ঝরে যায়। মানে আগা মাথা নাই।

কেন নাই?কখনো প্রশ্ন করছেন নিজেরে?আজকে শুধু একটা সমস্যা ই কই। ঈদ, পুজা বা যেকোনো উৎসব এর সময় শহর এর মানুষ গুলি যখন গ্রামে ফিরে তহন সিনডা খেয়াল করছেন? বাসের ছাদে, ট্রাকে, রেলের ছাদে, লঞ্চ এর ছাদে মানে যেহানে খুশি চিপাচাপা সব খানে মানুষ আর মানুষ! কেন? এদের কি জানের ডর নাই? এই জন্য দুর্ঘটনা ঘটলে বা কেউ মরলে দায়ী কে? সরকার? পরিবহন ব্যবস্থা? আসলে কে?

এই দৃশ্য যখন সবকটি মিডিয়ায় আসে তহন নেতা হারামি কি করে? দেখে? না, চোখ বন্ধ কইরা ভাবে, এই বালছাল মরলে বাঁচলে কার কি?

আমগো বেশিরভাগ নেতা চোর ডাকাত!তাদের যারা বুদ্ধি দেয় ঐগুলান ও একই কাতার এর।

একটা কাহানী কই, ঢাকা শহরে এত এত ফ্লাইওভার হলো। উদ্দেশ্য ছিল কি জ্যাম মুক্ত করা। হইছে জ্যাম মুক্ত? সব ফ্লাইওভার দিয়া যেয়ে নীচে সমবেত সংগীত চর্চা করে।মহাখালী ফ্লাইওভার এর কথা ধরুন।

সরকার এর বয়ান থাকে প্রকল্পে ভুল ছিল। আমরা মাইনা লই। কেন টাকা কি চোদায় আসে?

আবার এই হগল নেতা, বুদ্ধিজীবি গুলা বিছানা গরম করতে না পারলেও টকশো শতভাগ গরম করে। না লাগে ভায়াগ্রা, না লাগে কলিকাতা হারবাল!

উন্নত বিশ্বে এমন দৃশ্য কি দেখি? অথবা চীনে?যার জনসংখ্যা পৃথিবীর মধ্যে এত। ওরা কি পলিসি গ্রহণ করছে?

যাতে একুশ শতকের মানুষ হয়ে বাঁদুর হতে না হয়?

পরিবহন এর সংখ্যা বাড়ায় দেয়া? না, জনসংখ্যা কমায় ফেলা? না, শহর এর সকল সুবিধা গ্রামে দেয়া যাতে শহর এর উপর চাপ কমে? রাস্তাঘাট আরও করা? আসলে কি করা উচিত?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষা, সংস্কৃতি ও আমাদের অর্থনীতির সমন্ময় করতে পারছে না সরকার ও প্রশাসন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

স্প্যানকড বলেছেন: কবে পারবে সব গুলার ঠ্যাং তো কবরে ! সামনের দিন আরও খারাপ যেমনটা ইয়েমেন আরব! ধন্যবাদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: কোনো কথা হবে না। দেশ উন্নয়নের মহাসড়কে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৯

স্প্যানকড বলেছেন: ঠিক কইছেন কোন কথা হবে না। মহাসড়কে দূর্ঘটনা হইলে রক্ষা নাই। একদম তামাতামা! ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১০

নেওয়াজ আলি বলেছেন: ফ্লাইওভারের নিচে ভাসমান মানূষ টকশো করতে পারছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৭

স্প্যানকড বলেছেন: হুম, জাতির বিশাল উপকার হইছে ! ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

কবিতা ক্থ্য বলেছেন: দেশ আসলে উন্নয়নের ফ্লাইওভারে- মহা সড়কে না।
সব মন্ত্রী গুলা ধইরা ....... সেদ্ধ ডিম চিকিতসার আওতায় আনা উচিত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৬

স্প্যানকড বলেছেন: আসলে আপনার কথামতো কাজ হলে, উফফ! জোস হইত! ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩

মেহেদি_হাসান. বলেছেন: কেন? হাতিরঝিল না সুইজারল্যান্ডের মতো?
আমাদের থেকে না ইউরোপ আম্রিরা শিক্ষা নিবো?
দেশে সবার হাতে মোবাইল দিয়েছে কে?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০

স্প্যানকড বলেছেন: পারেন না লোম ফালাইতে উঠে দাঁড়ায় বিয়াইন রাইতে ! খালি এদের বড় বড় কথা উন্নয়ন এর নামে চুরি, ডাকাতির চলছে উৎসব ! খালি মোবাইল না জাতিরে বাঁশ ও দিচ্ছে ফ্রিতে ! ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

নীল আকাশ বলেছেন: উপরে ফিটফাট
ভিতরের সদর ঘাট!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

স্প্যানকড বলেছেন: অনেকটা অমন ! ধন্যবাদ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের পলিসি মেকাররা হয় বেকুব,নয় চোর!

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:২০

স্প্যানকড বলেছেন: হালার পুতেরা দুইটাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.