নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ফরসা ই লাগব !

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৩

( বব মারলে আর্টিস্ট লিয়ন ডেবেনাইস )


ফরসা কি হওয়া উচিত? মগজ? না, চামড়া? এগুলা বলার কারণ বাজারে সয়লাব চামড়া ফরসা হওয়ার ক্রীম! আচ্ছা, একটা কথা কই, দুনিয়ার ফরসা মেয়ের চেয়ে দুনিয়ার সবচেয়ে কালো মেয়ের স্তন, যোনী কি আলাদা? একদম না।

দেশের ছেলে পক্ষ হামেশা বলে,
"মেয়ে চাই লাল লংকার মতো মানে ফরসা লাল টকটকে  "

আমাদের নারী সমাজ তাই উঠে পড়ে লাগে। ফরসা তাদের হতেই হবে যেকোন উপায়ে হোক। মানে ফরসা না হলে বাজারে কাটতি নাই। ভালো পয়সাওয়ালা বর মিলবে না। বাপ, মায়ের চিন্তা বাড়ে। এক কথায় বাতিল মাল!

অথচ এই নারী রং ফরসা করার ক্রীম মেখে যখন প্রতিবাদে দাঁড়ায় " Black lives matter "! লজ্জা থাকা উচিত!যে পুরুষ ও শুধু ফরসা চামড়া খোঁজ করে তারও লজ্জা হওয়া উচিত!

আমাদের যারা সমাজ নিয়ন্ত্রণ করে বা পুঁজিবাদী সমাজ আস্তে আস্তে মানুষের মগজে ঢেলে দিয়েছে কাবিল এর বিষ! এ বিষ এতটা গভীরে যা থেকে সহজে বের হওয়া সম্ভব না। সহজে মিলছে না মুক্তি।

সবার উচিত এ সকল ফরসা করার ক্রীম বর্জন করা অথবা এই সব কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেয়া। করা কি যায় না? আসলে বেশির ভাগ চায় না। খোদ আল্লাহ বেহেশতে যে হুর রাখছে তাও ফরসা! কালা আজ পর্যন্ত শুনি নাই!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যার নিজেরই গুন নাই সে গুনের বিচার করবে কি ভাবে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৫

স্প্যানকড বলেছেন: গুন থাকলেই কি গুনের বিচার করা যায়? যাক জানলাম! ধন্যবাদ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

রেজওয়ান ইসলাম বলেছেন: মেয়েরা পয়সাওয়ালা বর পছন্দ করতে পারলে,ছেলেরা ফর্সা মেয়ে পছন্দ করতে পারবে না কেন?নীতি কথা বলা সহজ,সেই অনুযায়ী কাজ করা কঠিন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭

স্প্যানকড বলেছেন: হুম, সবাই লোভী ! বাদ দিলাম নীতি কথা। গোল্লায় যাক। আমার কিসের এত ঠেকা।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

মানিক_চন্দ্র_দাস বলেছেন: যা বলছেন। ভাল লাগল

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: কোনো ক্রীমই মানুষকে ফর্সা করে না। তাহলে ক্রীম মেখে আফ্রিকার সব লোক ফর্সা হয়ে যেত। জন্মের সময় মানুষ যে রঙ নিয়ে আসে সেটাই আমৃত্যু থাকে। তবে পুষ্টি কর খাবার নিয়মিত খেতে স্কীন ঝমকম করে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

স্প্যানকড বলেছেন: এই কথা বিজ্ঞাপন বলে না। সাত দিনে ফরসা করে দিবে বলে। তাইলে আমাদের সমাজের নারীদে ঘিলু কম দেখছি! সত্যি অবাক! ভালো থাকবেন, ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ফর্সা-কালোর ব্যাপারটা আসলে ঐতিহাসিক। বাঙালিরা ছিলো কালো বর্ণের। ফর্সা বর্ণের প্রতি বাঙালির আকর্ষণ জন্মে যখন থেকে তারা ভীনদেশীদের শাসনের আওতায় আসে। ফর্সা আর্য থেকে শুরু করে সেন,মোগল,পাঠান,ফর্সা ইংরেজরা ছিলো ক্ষমতায়। তাদেরকে ভয় পেত সাধারণ বাঙালিরা। (সংগ্রামীদের কথা আলাদা।) যার ফলে ফর্সা কাওকে দেখলেই হয় ভয় পেত অথবা চাটুকারিতায় গদগদ হয়ে যেত। ২০০ বছরের ইংরেজ শাসন এই ফর্সাপ্রীতিকে পোক্ত করেছে। যদি ইংরেজদের জায়গায় আফ্রিকানরা ক্ষমতায় থাকতো তাহলে সবাই কালোর বন্দনা করতো।

ফর্সা মেয়ে খোঁজার বেলায় নিজের পছন্দের চেয়ে অন্যে কী বলবে কিংবা সমাজে সবার সামনে প্রদর্শন করা যাবে কি না সেটা প্রাধান্য পায় বেশি। আপনি ওপরে স্তন আর যোনির যে কথাটা বলেছেন সেটা নিয়ে কারো মাথাব্যাথা নেই।কারণ সেগুলোকে সবার সামনে আনা যায় না। আর লোকে সেগুলো নিয়ে মন্তব্যও করবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

স্প্যানকড বলেছেন: স্তন, যোনীর কথা কেউ প্রকাশ্যে বলে না তবে ইশারা দেয়। যেমন কনে দেখতে গেলে প্রায় ই বলে একটু হাসতো। হাসলে দাঁতের মাড়ি দেখা যায় কি না দেখে। মাড়ির রংং এ যোনীপথ বা যোনীর রং হবে। আমি এইটা জানছি এডাল্ট হওয়ার বহু পরে। এই ভ্রান্ত ধারণা আমাদের সমাজে আজও অব্দি বিদ্যমান! খোঁজ নিয়া দেখেন। ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

নতুন বলেছেন: তাত্বিক ভাবে বলা উচিত যে ফরসা আর কালো বলে পার্থক করা ঠিক না।

কিন্তু সাদাদের দেখতে সুন্দর লাগাতে কালোদের থেকে।

হয়তো আমাদের সৌন্দযের ব্যক্ষাটাই এখন এমন। কিন্তু মানুষের কাছে ফরসারাই বেশি আকর্ষনীয় লাগে এটাই বাস্তবতা।



হয়তো সূর্যের আলোর কম বেশি কমের জন্য অথবা বির্বতন বা সৃস্টিকতার ই্চ্ছা যাই হোক বিশ্বের মানুষের মাঝে এই রংএর পার্থক যেহেতু আছে তাই মানুষ এর মাঝে এর থেকে পছন্দও থাকবে।

কিন্তু যদি রংএর কারনে কেউ কালোদের খারাপ মানুষ মনে করে সেটা তার ব্যক্তিগত অজ্ঞতা মাত্র।

একজন মানুষ ভালো বা খারাপ হয়ে থাকে তার মন থেকে গায়ের রং থেকে না।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

স্প্যানকড বলেছেন: সাদা কালো বানানো হইছে মানুষদের মন মানসিকতা পরীক্ষার জন্য। যাই হোক ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দাঁতের মাড়ির ব্যাপারটা এই প্রথম শুনলাম। খোঁজ নেব অবশ্যই।

০১ লা মার্চ, ২০২১ রাত ১:২৯

স্প্যানকড বলেছেন: হুম, খোঁজ নিয়া দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।

১১| ০১ লা মার্চ, ২০২১ রাত ১২:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুন নাই বলতে আপনাকে বুঝাই নাই।কালো ধলো বুঝার জন্য নুন্যতম একটা গুনতো লাগবেই,তাই বলতে চেয়েছি।

১২| ০১ লা মার্চ, ২০২১ রাত ১:৩১

স্প্যানকড বলেছেন: হুম, এই গুন দিন কে দিন উধাও। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.