নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( ছবি কারমেল গ্যালারি, ক্যালিফোর্নিয়া )
আলো আসে যায়
এইতো জীবন
পথগুলি ডাকে খুব জোরে
যদিও ভুলো মন।
হয়তো তুমি
জল খোঁজ কর
অথবা এক দুই টুকরো
শুকনো রুটি
ফুটপাতে কিছু মুখ
আহা! কি ঘুমায়।
সারস হয়ে ঠোঁট ডুবাই
সব শেষ হয়ে যায়
কালো ষাঁড়ের কাঁদে
শেষ বেলার রোদ।
দোহাই, আমাদের খুঁড়তে দিন
কবর
অথবা অন্য দেশের খবর
জানি, জীবনের রঙ অনেকটা
জ্বলে উঠা ভিয়েতনাম।
চিয়ার্স! কমরেড
পাকাপাকি হোক চুক্তি
প্রভুর ইচ্ছে ভিন্ন
মিলছে না
দুম করে মুক্তি
হয়ে যাক
আরও পুতুল নাচ !
১ লা মার্চ ২১।
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮
স্প্যানকড বলেছেন: যাইতে তো হইব নাকি! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: কবর খুড়ার কথা বলছেন!!!