নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উন্নত মানব এর লেজ থাকতে নাই !

০১ লা এপ্রিল, ২০২১ ভোর ৪:০৭

ছবি নেট

ভাবছিলাম,
হালার তুমি
জগত বিখ্যাত।

এহন দেহি
মহল্লার এক বিদ্যুৎ এর খুঁটি থেকে
আরেক খুঁটি পর্যন্ত আসতে পার নাই।

ভাবছিলাম,
হালার তোমার লেজ
খসে গেছে
এহন টের পাই
অদৃশ্য লেজ নড়ে
একটু সবুর কর
এক কোপে
লেজ কেটে নেব
কারণ,
উন্নত মানব এর
লেজ থাকতে নাই।

৩১ মার্চ ২১।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৯

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার লেখায় আলাদা মজা পাই।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:০১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: কিছু বুঝি নাই।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

স্প্যানকড বলেছেন: সত্যিকারের পন্ডিত বুঝে নাই ! আপনার সব না বুঝলেও চলব !

৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮

মা.হাসান বলেছেন: কিছু ব্লগার ভুলতে চান না- আগে কি সুন্দর দিন কাটাইতাম, লেজ দিন ডাল আকড়াইয়া গাছে গাছে ঝুলিতাম। পূর্ব জন্মের স্মৃতি নিয়ে বড় কাতর। অপারেশন করে এনাদের লেজ ফিরাতে পারলে ভালো হতো।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:২৩

স্প্যানকড বলেছেন: লেজ কেটে মানব হলে ভালো হয়। হচ্ছে না। হচ্ছে কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.