নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
জানি তুমি,
হাসতে কাঁদতে
দুইটা পারো
গড়তে ভাংতে ও খুব।
ভেতরে তোমার নানান প্রশ্ন
ঘুরপাক খায় রোজ
কোনটার উত্তর
চট জলদি মিলে
কোনটা তোমায়
খেয়ে ফেলে গিলে।
জানি তুমি,
চাও একটা শান্ত নদী
একটা মাণচিত্র
এক পাত্রে জল
লংকা, পেঁয়াজ
দলা মাখানো ভাত।
অসহায় তুমি
অসহায় আমি
দুজন বন্দী
হাতে রাখি হাত।
মেঘ পারলে একটু
উঁকিঝুকি দিছ
ছুঁয়ে যাস কাঁদ !
৭ এপ্রিল ২১।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৯
স্প্যানকড বলেছেন: প্রথমে ধন্যবাদ! আপনি বুঝেন না কবিতা ! হায় আল্লাহ কি কয় ! মজা নেন নিতে থাকেন কিন্তু এ কথা বলবেন না যে, কবিতা বুঝি না। কি সুন্দর ছন্দ মিলিয়ে লিখেন আপনি। অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।
২| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কবিতাগুলে বেশ সুন্দর হয়
যদিও ্আমি কবিতা খুব একটা ভালো
বুঝিনা। শুভকামনা রইলো আপনার জন্য।