নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আখেরী কার্তুজ !

২১ শে মে, ২০২১ ভোর ৪:০৬

ছবি নেট ।


আমার কবিতায় বাস করে
সচেতন হা হুতাশ
আছড়ে পড়ে দীর্ঘশ্বাস
আগুনে আগুন
কাছে এলে টের পাবে
কতটা নরম!
কতটা গরম!

আমার কবিতায়
বরাবর তুমি আছ
যেন এক চিলতে রোদ্দুরে
ঝলমলে রেশম।

আমার কবিতায় নেই উঁচু নীচু
সব সমান
নেই খরা
নেই তাড়া
নেই ঘুম
ঝিমানো ভাংগে
ফুলে উঠে পেশী
কামার এর হাপর।

আমার কবিতায়
সহস্র প্রেমিকের বাস
প্রিয়ার নীচের ঠোঁটে
মিষ্টি দুষ্ট কামড়।

আমার কবিতায় খুব নেই
অচেনা কিছু
চির চেনা হামেশা বসন্ত
পোষা প্রাণীর মতো
ডুবে সুর্য
লালে লাল দিগন্ত।

আমার কবিতা
বারুদে ঠাসা ফিলিস্তিন
হায়েনার বুকে
আখেরী কার্তুজ !
রক্তে ভেজা বাবার আস্তিন।

২০ মে ২১ ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২১ সকাল ১০:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: সাবাস

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ২১ শে মে, ২০২১ দুপুর ১২:০৫

জটিল ভাই বলেছেন:
আপনার কবিতাতে ফকির লালের বসবাস :P
ভালো লাগলো :)

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০২

স্প্যানকড বলেছেন: জটিলবাদ ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ২১ শে মে, ২০২১ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ২১ শে মে, ২০২১ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: হতাশা, দীর্ঘশ্বাস এসব কি কার্তুজ দিয়ে দূর করতে চান?

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০৫

স্প্যানকড বলেছেন: চাইতো ফুল দিয়ে প্রেম দিয়ে। আজকাল ওসব ব্যাকডেটেড তাই কাম চলে বুলেট কার্তুজে হা হা হা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.