নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমাকে চাই !

২৩ শে মে, ২০২১ ভোর ৪:০৮

আর্টিস্ট পিয়েররে আগুস্তু " দি স্টর্ম "

তোমাকে চেয়ে নেব
আমার স্বভাব দোষে
তোমাকে রেখে দিব
বুকে, চোখে, ঠোঁটে
তোমাকে নিয়ে ঘুরে বেড়াব
পুরো বিশ্ব জুড়ে।

তোমাকে টেনে নিব
সুখ কিংবা দুখে
তোমাকে জড়িয়ে ভিজে যাব
প্রথম শ্রাবণ বর্ষা জলে
তোমাকে চাই
তোমাকে চাই 
পোড়া জ্বালানিতে ঠাসা
দূষিত বাতাসের মাঝে।

তোমাকে বন্দি করার
নেই ফন্দি
মুক্ত রবে
যেমন খুশী তেমন
তোমাকে চাই
তোমাকে চাই
এছাড়া
দাবি দাওয়া বেশী নাই।

২২ মে ২১।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ ভোর ৫:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে রেখে দিব বুকে,
চোখে, ঠোঁটে তোমাকে নিয়ে ঘুরে বেড়াব
পুরো বিশ্ব জুড়ে।

..........................................................
কাঠ পুতুল নাকি ?
একমাত্র তা হলেই সম্ভব।

২| ২৩ শে মে, ২০২১ ভোর ৫:৪২

স্প্যানকড বলেছেন: কাঠ পুতুল হয় ক্যামনে? গান শোনেন নাই " চন্দ্র তারার নীচে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছ আমার চোখের ই তারায়।" ঐ মামলা আর কি! সবাই বুঝে না। ভালো থাকবেন।

৩| ২৩ শে মে, ২০২১ সকাল ১০:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার এই কবিতা লেখা চলতে থাক। ভালোলাগা রইলো।

২৩ শে মে, ২০২১ বিকাল ৩:১২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: নিজেকে যোগ্য করে তুলুন, তখন আর কিছু চাইতে হবে না। আপনাতেই সব এসে হাতে ধরা দিবে।

৫| ২৩ শে মে, ২০২১ বিকাল ৩:২০

স্প্যানকড বলেছেন: J' ai soif. Merci....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.