নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমারে ভালোবাসি সদা
ইঞ্চি, দাড়ি,
কমা, সেমি সহ
তোমার সমকক্ষ নয়
অন্য কেহ।
তোমারে পাবার
তোমারে একটিবার
দেখার আশায়
জন্মাই বারবার
লাল চোখে
ধারে ঘেঁষে শহুরে ভোর।
কালের দিব্যি
দীর্ঘ গুমরানো
কাতরানি
এলে তুমি
সহজে লোপ
ভেতর বাহিরে
চালু থাকে নানা ঘোর!
তোমারে ভাবি রাত দিন
তোমার মাঝে গোটা আমি বিলীন
এই যে,
যাকে দেখছ
সে তো তুমি
তোমার অন্য রুপ
নতুন এক দৌড় !
১ লা জুন ২১।
০১ লা জুন, ২০২১ বিকাল ৪:২০
স্প্যানকড বলেছেন: বরাবরের মতো অনবদ্য। জটিল বাদ ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২| ০১ লা জুন, ২০২১ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি
তোমার কবিতা দেখে লগ করলাম।
আজও মেয়েটার পিছে দৌড়ায় ধরতে পারলে না!!!!!!!!!!
যাই বলো তাই বলো তোমার কাব্য ভিন্নধারার বলে যদি প্রতিষ্ঠিত করতে পারো তো হয়েছে ..
০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। দৌড়াইয়া ধরতে পারি আর না পারি শরীরের ব্যায়াম তো হচ্ছে কি কন? হা হা হা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৩| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ +। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৪| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
দৌড়াইয়া ধরেন গিয়া। দেখি কেডা ফার্স্ট হয়।
০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩২
স্প্যানকড বলেছেন: ফার্স্ট তো আমি হমু সিঊর! মাগার সে সামনে থাকলে এগিয়ে যাবার লক্ষ্য স্পষ্ট দেখতে পাই। তাছাড়া শহরতলি তো তলিয়ে গেছে তাই দৌড়ঝাপ এখন বিরতিতে আছে। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৫| ০১ লা জুন, ২০২১ রাত ১০:৩৯
শোভন শামস বলেছেন: সুন্দর, নতুনত্ব আছে
০২ রা জুন, ২০২১ বিকাল ৩:০৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২১ দুপুর ২:২২
জটিল ভাই বলেছেন:
যতোই দৌড়ে
যাওনা হাঁপিয়ে,
মুরব্বি যাবেন
তোমায় ছাপিয়ে!
এখানেই তুমি শেষ,
কারণ, মুরব্বীর গাঁড় বেশ!
আপনার লিখার বিষয়বস্তু সমসময় ভিন্ন স্বাদের। চমৎকার। তবে ছন্দটা আরেকটু সহজ হলে আমার মতো ছন্দরসিকরা আরো উপভোগ করতাম মনে হয়