নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কু ঝিকঝিক !

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:০৮

ছবি নেট।

নিজেকে কখনো কিতাব ভাবতে শিখিনি
একটা ছেঁড়া ময়লা কাগজ ভেবে চলেছি
তুমি বললে,
জীবন অন্যরকম
নানান ঘোর
যেন মংগোলিয়ান দের ঘোড়ার দৌড়।

নিজেকে জ্বলন্ত কয়লার ন্যায়
নিভু নিভু জ্বলতে দেখছি
আশপাশের কেউ
যদিও তেমন পায়নি টের
বললে তুমি
এত ভেবো না
ইশ্বর আছেন
জীবন টা বেস্ট সেলিং বুক !

আমার পুরনো হাসি
তবে কি ফুরিয়ে যাইনি?
তবে কি হিসেব ছাড়া
প্রেম করতে নেই বাঁধা?
মটর দানার মতন জীবন
টেনে টেনে
লম্বা রেল লাইন ভাবতে পারি !
যার বুকের উপর
তোমার দিন রাত হুইশেল
আর অনবরত চলবে ঝাঁকুনি!

তোমার তেরছা চাহনি
অন্য হাসি
বললে তুমি,
এই তো খোকা বুঝে গেছে
ধরে ফেলেছে
এবার প্রাপ্তবয়স্ক হও
শুরু হোক কু ঝিকঝিক !

৩১ জুলাই ২১ ( শনিবার )

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: ভাল লাগল!

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: Спасибо ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

২| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৬

ইন্দ্রনীলা বলেছেন: রেলগাড়ি কবিতাটা রেলগাড়ির মত লম্বা হওয়া দরকার ছিলো

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৪০

স্প্যানকড বলেছেন: চলবে চোখ রাখুন ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রেলের তো ঝাঁকুনি তেমন থাকার কথা না। আপনি মনে হয় ভাঙ্গা রাস্তায় বাসের ঝাঁকুনির কথা বলতে চাইসিলেন।

আপনারে প্রাপ্ত বয়স্ক হইতে কইসে। তার আগেই আপনি প্রাপ্ত বয়স্ক কবিতা লেখা শুরু কইরা দিসেন। আপনি প্রাপ্ত বয়স্ক হইয়া কু ঝিক ঝিক শুরু কইরা দেন জলদি। কিন্তু হুইসেল কম থাকাই ভালো। হুইসেলের আওয়াজে ট্রেনের আসে পাশের মানুষের সমস্যা হইতে পারে। আর লোকাল ট্রেনের চেয়ে আন্তনগর ভালো। এইটা খেয়াল রাইখেন।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১:৪৪

স্প্যানকড বলেছেন: আপনার তো মেলা অভিজ্ঞতা ! পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ । আশেপাশের মানুষের এত কাম কিসের নিজেদের হুইশেল নিয়া থাকুক। সে তো কইছে যাতে ঝাঁপিয়ে পড়ি। যেই দিন পড়ছে কু ঝিকঝিক করতে লক ডাউন উঠা লাগবে আরও কত কি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৪| ০১ লা আগস্ট, ২০২১ ভোর ৪:১০

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল।
আর বহু পুরানো প্রিয় পোষ্টারের ছবিটা দেখে; পুরানো দিনের কথা মনে হলো।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ৭:১৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু এমন সুন্দর মন্তব্যের জন্য। আসলে হারানো দিন গুলি বেস্ট ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:১৯

আরোহী আশা বলেছেন: অতীব চমৎকার

০১ লা আগস্ট, ২০২১ সকাল ১০:১১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সমালোচনা করতে যাইয়া তো আপনার পাঙ্খা হইয়া গেলাম মনে হয়। তবে মাথা বেশী গরম হোলে ঠাণ্ডা পানিতে গোসল করে নিবেন। এইটা সহজ রাস্তা। গান্ধীজি এই কাম করতেন এবং উপদেশ দিতেন।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ১০:১৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! অত গরম নয় কিঞ্চিৎ গরম। ও দানা পানি পড়লে ঠিক হয়ে যাবে। বারবার গোসল করলে ওয়াসা বিল যা দাঁড়াবে তাতে মাথা আরও গরম হয়ে যাবে। বেশী গরম হলে কবিতা আছে না। নো চিন্তা ডু ফুর্তি ! গান্ধীজি প্রিয় মানুষ। আপনার উপদেশ ও ভালো হয়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.