নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

খরচের খাতায় আমি থাকতে রাজি নই জনাব !

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:১২

ছবি নেট ।

আমরা এ সোসাইটির অনেকেই আছি শুধু এ চিন্তা করছি সব কিছু সরকার করে দিবে। সব কিছু কি সরকার ঠিক করতে পারে? সরকার চেষ্টা করছে কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে, দেশের টিকা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে ! ছিঃ! আর কত নীচে গেলে আমরা তল খুঁজে পাব।

৭১ টিভির রিপোর্ট অনুযায়ী দেশের ৬০ ভাগ মানুষ ঋন করে চলছে আর ১০ ভাগ মানুষ তিন বেলা ঠিকঠাক খেতে পারছে না অথচ আমাদের পরীমনির চিন্তায় ঘুম নেই খাওয়া নেই! হালায় আসলে আমরা আজব একখান জাতি !

এই যে যারা ঋন করছেন কোন আশায় করছেন ? যে এক সময় সব ঠিক হবে আবার ব্যবসা করব বা চাকরি খুঁজে পাব তারপর সব শোধ করে দিব এই আশায় তো কিন্তু জনাব যে দেশে এমনিতেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া স্বপ্নের ব্যাপার সেখানে একবার চাকরি গেলে আবার ফিরে পাওয়া কতদূর সম্ভব আল্লাহ ভালো জানে। আমি জানি বছর চলে যেতে পারে কিচ্ছুই মিলবে না।

তখন এই যে ঋন করছে কিভাবে শোধ হবে? যদি সুদে নিয়ে থাকে তাহলে মরছে। আমার জানামতে গ্রামে বা মফস্বলে অনেকে সুদের কাছেই বেশী যায়। আসলে পেটে খিদা থাকলে ধর্ম কিতাব হাদিস কাম করে না।পেট বড় হারামি চীজ!

যতই আমরা বলি না কেন করোণা এক সময় দমে যাবে কিন্তু বাস্তবে দমার আগে যে ক্ষতি করে যাচ্ছে তা বলে বা লিখে শেষ করা যাবে না।

বড়লোক সম্প্রদায় আরও বড়লোক হবে হচ্ছে মাঝখান দিয়ে গরীব আর মধ্যবিত্ত নিম্নবিত্ত করাতকলের নীচে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করছে।

মানুষের পেট যখন খালি থাকে পকেট যখন খালি থাকে তখন সে যেকোন কাম করতে পারে।
সরকারের উচিত জলদি একটা ব্যবস্থা করা দ্রব্যমূল্যের দাম ঠিক করা যাতে না খেয়ে কেউ মারা না যায়।

আমরা কেমন জানি হয়ে যাচ্ছি । বিশেষ করে মন মানসিকতার দিক থেকে। দিন কে দিন অসুস্থ হয়ে পড়ছি।
যেমন আমার কথাই বলছি সমস্ত দিন কি করি এ ঘর ও ঘর টিভি, পুস্তক, গান, ছাদে যাওয়া তারপরে ব্লগে কিচ্ছুক্ষণ ঢু মারা শেষমেশ মাতালের মতন ঘুম!

আজ চেষ্টা করলাম মনের ভেতরকার মেঘ দূর করতে কত কবিতা উপন্যাস নিলাম দুই লাইন পড়ে দূর বাল! বলে ফেলে দিলাম। ইউটিউবে গান শোনার চেষ্টা করলাম সেই একই কাজ আর চ্যানেল ঘুরাতে ঘুরাতে হয়রান। যেখানে যাই ঐ এক ল্যাওড়ার খবর পরীমনির হ্যান পরীমনির ত্যান! রাগ ধরে গেছে।

রাগ কমাতেই এগুলা লিখছি। দিন কে দিন আমি ঠান্ডা মেজাজের মানুষ অল্পতেই ইদানীং কড়া মেজাজ করে চলছি যা খুব ক্ষতিকর । অন্যদের ব্যাপারে জানি না নিজেকে দিয়ে বিচার করছি।

যাদের বাপের মেলা টাকা আছে তারা সুখে আছে ফুর্তিতে আছে আর পলিটিশিয়ানদের ছাওয়াল হলে তো কথাই নাই! এ দুঃখ রইয়া গেল কেন রাজনীতিবিদ হলাম না বা তাদের ঘরে জন্মাইলাম না !

যাক সেসব কথা এত সবের ভীড়ে পুরনো আমার খুব পছন্দের একটা হিন্দি গান এর কিছু অংশ দিয়ে শেষ করছি।

" মুঝে টুকরো মে নেহি জিনা হে
কাতরা কাতরা তো নেহি পিনা হে
আগ সে আগ বুজেগি দিল কি
মুঝে ইয়ে আগ ভি পি লেনে দো
আভি জিন্দা হো তো পি লেনে দো
পি লেনে দো
ভরী বারসাত মে পি লেনে দো। "

ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন সকলে ।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যারা এই দুঃসময়ে অভাবই মানুষদের ঋণ দিচ্ছেন, তাঁদেরকে সাধুবাদ।

০৯ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

স্প্যানকড বলেছেন: ঋন দিচ্ছে ঠিক আছে পরে আবার সুদ না চেয়ে বসে! সুদ মুক্ত হলে অবশ্যই সাধুবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ জাফরুল্লাহ বলেছেন, যে সব বড়লোক পরীমণিকে টাকা দিচ্ছে তারা যেন এই টাকা পরীমণিকে না দিয়ে করোনার টিকার জন্য দেয়।

আপনার কাছ থেকে পরীমণি, পরীমণির কোলের কুকুর আর সাকলাইনকে নিয়ে একটা কবিতা আশা করসিলাম।

০৯ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৫

স্প্যানকড বলেছেন: পরীমনি নিয়া কবিতা ! আইচ্ছা দেখি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৮

কামাল১৮ বলেছেন: জাতিকে পথ দেখানোর মতো নেতৃত্ব এবং কর্মীর বড় অভাব।কথা বলালার লোকের কোন অভাব নাই।

০৯ ই আগস্ট, ২০২১ রাত ২:০৯

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! তাহলে এ জাতির কপালে দুর্দশা কি পার্মানেন্ট?

৪| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৯

পদ্মপুকুর বলেছেন: লকডাউন রিলিজ করা হইছে, ১৫ তারিখের পর আবার টাইট করার চান্স আছে। এই সুযোগে কোথাও একটু ঘুরে আসেন, একটু রিল্যাক্স লাগবে। করোনার কারণে আসলেই সবার মানসিক মানচিত্র বদলে যাচ্ছে....

৫| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, দেখি কি হয় ইন শা আল্লাহ। দোয়া করবেন প্লিজ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.