নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
So no one told you life was gonna be this way
Your job's a joke, you're broke
Your love life's DOA
It's like you're always stuck in second gear
When it hasn't been your day, your week, your month
Or even your year, but
I'll be there for you
(When the rain starts to pour)
I'll be there for you
(Like I've been there before)
I'll be there for you
('Cause you're there for me too)
কি গানটা খুব চেনা চেনা লাগছে! কোথায় শুনেছেন? এমন ভাবছেন অথচ মনে করতে পারছেন না। সে যাই হোক আমার ভীষণ ভীষণ প্রিয় এই গান। যখন মন খারাপ হয়ে যায় অথবা বোরিং লাগা শুরু করে তখন ই চালু করে দেই এই বিখ্যাত গানটি।
আচ্ছা বলেন তো এটা কেন এত বিখ্যাত? ধরতে পারছেন? আচ্ছা, না ধরতে পারলে এতে কোন বড় ক্ষতি হবে না আপনার।
এটা হচ্ছে ফ্রেন্ডস নামের বিখ্যাত কমেডি টিভি সিরিজ এর থিম সং। এখনো আমি দেখি সময় পেলে। উফফ! কি দারুন এক এক জনের অভিনয়। Oh my god ! অভিনেতা ম্যাথিউ তাঁর ডায়ালগ। এদের বন্ধুত্ব এখনো অটুট! ভাবলে বড্ড হিংসে হয়।
কেন হয় জানেন? জীবনে একজন প্রকৃত বন্ধু থাকা মানে আপনে বিলিওনিয়ার বা তারচেয়ে বেশী! যা আমাদের অনেকের নসীবে হয় না৷ আমার অবশ্য তেমন বন্ধু নেই।
এক সময় ছিল প্রচুর কিন্তু যখন বুঝতে পারলাম কেউ কারো জন্য অমন নই মানে সোজা কথায় শুধু নির্দিষ্ট একটা প্রয়োজন তখন থেকে কমাতে শুরু করে দিয়েছি। এখন একলা কিন্তু ভালো আছি। ব্যস! এর চেয়ে বেশী কিছু বলা প্রয়োজন বলে মনে করছি না।
এইতো কয়দিন আগে এদের রিইউনিয়ন গেল। আমি দেখেছি সে অনুষ্ঠান আর দেখলাম এরা এক একজন কত বুড়ো হয়ে গেছে মোটা হয়ে গেছে। কারো কপালে ভাঁজ পড়ে আছে, চোয়াল ঝুলে গেছে। আমি নিজেও বুড়ো হতে চলেছি।
আসলে জীবন শুধু কমতে থাকে অথবা ক্ষয় হতে থাকে। একদিন দুম!
আচ্ছা, জীবনের প্রকৃত মানে কি? আমি তো মনে করি অবস্থা বুঝে ব্যবস্থা বা এর রয়েছে নানান সংগা।
ধরেন, যে লোকটি নিউইয়র্কে হোমলেস আর যে লোকটি বাংলাদেশের তাদের মাঝে কিন্তু বিস্তর ফারাক আবার অনেক মিল।
এই যেমন, এত এত হাই রাইস বিল্ডিং যার জ্বলমলে আলো।যার ভেতর এত এত দামী দামী ভদ্রলোক আসছে যাচ্ছে। এত এত উন্নয়ন!
অথচ গভীর রাতে এসব উন্নয়নের নীচে অনেকে শুয়ে থাকে কার্ডবোর্ড বা ছালা বিছিয়ে। সেসব বড় বড় ইমারতের আলোতে তাদের জীবন আলো বড্ড বিশ্রী ঠেকে নিভু নিভু !
এই যে আমাদের দেশে এত দামী দামী টাইলস বসানো ধর্মীয় উপাসনালয়। লাভ কি এত টাকা খরচ করে যদি এর সামনে খোদার সৃষ্টি আরেক জন হাত পাতে শুধু একবেলা খাবে বলে! মানে হয় এসবের?
আরেক টা গান আমার ভীষণ প্রিয় ফিল কলিন্স এর " Another day in paradise ! " এর সামান্য কিছু অংশ।
" She calls out to the man on the street
"Sir, can you help me?
It's cold and I've nowhere to sleep
Is there somewhere you can tell me?"
He walks on, doesn't look back
He pretends he can't hear her
Starts to whistle as he crosses the street
Seems embarrassed to be there
Oh, think twice, 'cause it's another day for you and me in paradise
Oh, think twice, 'cause it's another day for you
You and me in paradise!
হয়তো আপনারা শুনে থাকবেন আর যারা শুনেন নি জলদি শুনে নিতে পারেন ইউটিউব থেকে।
এ গানে বলা হচ্ছে কেউ একজন নিউইয়র্কে তীব্র শীতের মাঝে রাস্তায় শুয়ে আছে পায়ে ফোসকা পড়ে গেছে অথচ এর পাশ দিয়ে পথচারী চলে যাচ্ছে শিস বাজিয়ে কোন সাহায্য করা তো দূরে থাক !
সে কষ্ট পাওয়া লোকটি বলছে " Oh, think twice, 'cause it's another day for you, You and me in paradise! " মানে মরার পর তোমার হাল আমার মতন হলে আর তোমার মতন আমার হাল হলে তবে কেমন হবে?
এরকম বহু গান আছে যেগুলি আমি রোজ একবার শুনি আর বারবার ভাবি। আজ শুধু এ দুটি নিয়ে লিখলাম অবশ্য এসব গানের সাথে আরও অনেক ঘটনা জমে আছে যা বলা হবে কোন এক অবসরে অথবা আর বলাই হবে না ব্যস্ততার ভীড়ে।
আজ এ পর্যন্ত খুব ক্লান্ত লাগছে যাবার সময় শেষ করছি নিজের কিছু জমানো কথা দিয়ে
"হ্যাঁ, তুমি
তোমাকে নিয়ে যতটুকু হাঁটবার ছিল কথা
যতটুকু রোদ জমা ছিল
এবেলায় এসে ফুরিয়ে যায়
হিসেবের খাতায়
উত্তরের হাওয়া
জীবন প্রদীপ নিভু নিভু হায়! "
২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মিরোরডল। এ সিরিজ এর সব গুলি মানুষ আমার খুব প্রিয়। ঐ পর্ব টা বিশেষ উল্লেখযোগ্য প্রতিযোগিতা হয় তারপর ফ্লাট হাত ছাড়া অথবা রস এর ব্রিটিশ গার্ল ফ্রেন্ড বিয়ে করা। আসলে কোন টা রেখে যে কোনটা বলব ভাবনায় ডুবি। যাই হোক আসলে ভালো একজন বন্ধু আজকাল পাওয়া সত্যি সত্যি দুষ্কর ! ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় পৃথিবীতে দুইটা জাতি আছে মুলত। একটা হোল ধনী আর আরেকটা হোল গরীব। মধ্যবিত্ত বলে একটা উপজাতি অবশ্য আছে। ভৌগলিক ভাগাভাগির চেয়ে এই শ্রেণী বিভাগ বেশী গুরুত্বপূর্ণ। হোমলেস যে দেশেরই হোক সে হোমলেস এটাই বড় কথা। বঙ্গবন্ধু বলেছিলেন 'বিশ্ব দুই শিবিরে বিভক্ত- শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।'
হাদিসে এসেছে শেষ জমানায় মসজিদ্গুলিকে সুশোভিত করা হবে। এগুলি বাড়াবাড়ি। লোক দেখানো জিনিস।
ফিল কলিন্সের গানটা ভালো লাগে। ওনার গানের বর্ণনা স্থান ইউকে হওয়ার সম্ভবনা বেশী, কারণ উনি ইউকের গায়ক। যদিও গানটা সার্বজনীন। ফ্রেন্ডস এর সূচনা মিউসিক শুনেছি নিশ্চয়ই। এখন মনে করতে পারছি না।
২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪১
স্প্যানকড বলেছেন: ফিল কলিন্স ! সত্যি অসাধারণ এরা। বাংলাদেশে এ বিভক্তির চিহ্ন দিনকে দিন প্রকট হচ্ছে যা খুব চিন্তার বিষয় আমার পরিচিত কয়জন আছে যাদের কয়দিন আগেও বেশী একটা ভাল অবস্থান ছিল না এখন কোটি পতি ! জানি না কি করে? তবে দুদক এবং সরকারের দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স মুখে না কাজে হওয়া প্রয়োজন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:২০
মিরোরডডল বলেছেন:
ফিল কলিন্সের এই গান একসময় শোনা হতো । গুড ওয়ান ।
যে লোকটি নিউইয়র্কে হোমলেস আর যে লোকটি বাংলাদেশের তাদের মাঝে কিন্তু বিস্তর ফারাক আবার অনেক মিল।
খুবই সত্যি কথা । এদের হোমলেস আর আমাদের হোমলেসের মাঝে বিশাল পার্থক্য ।
ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি ।
আমার এক অজি ফ্রেন্ড হোমলেসদের নিয়ে কাজ করে ।
তার সাথে আমি দুরাত ভলান্টিয়ার হয়ে বার হয়েছিলাম মিডনাইটে ।
ট্রেইন স্টেশন , বাস স্টপে, ব্রিজের নীচে, চার্চের বাইরে এরকম আরও বিভিন্ন জায়গায় ইয়ুথ হোমলেস যারা থাকে তাদেরকে অফার করছি ব্ল্যাংকেট, ফুড, ফ্রুটস, ড্রিংকস এগুলো ।
আমি অবাক হলাম দেখে ম্যাক্সিমাম বললো, নো থ্যাংক ইউ ।
আবার অনেকে জানতে চাইলো কি ফুড অর ড্রিংকস, পছন্দ হলে নিলো ।
এদের সবার হাতেই স্মার্ট ফোন । আমি অবাক হয়েই ফ্রেন্ডকে আস্ক করলাম এরা হোমলেস ? এরা তো ভালো আছে ।
এবার বাংলাদেশের স্টোরি বলি । ওখানেও আমি এক ফ্রেন্ডকে নিয়ে মাঝরাতে বের হই । পারসোনাল চ্যারিটি করি ।
শুনশান নিরিবিলি রাতেও যখন স্টেশনে একবার দিতে শুরু করি উইন্টারে ব্ল্যাংকেট, শাল এগুলো,
ট্রাস্ট মি, কোত্থেকে যে এত মানুষ চলে আসে , আমার স্টক শেষ হয়ে যায়,
আমি আর ফ্রেন্ড একরকম কষ্ট করেই গাড়িতে উঠে পালিয়ে আসি । কন্ট্রোলের বাইরে চলে যায় ।
এবং তারা কিন্তু রিয়েলি নিডি । হয়তো ৫০/৬০ জনের জন্য নিয়ে গেছি, চলে আসছে তারও অনেক বেশী,
মনে হয় আরও করতে পারতাম । কষ্ট লাগে যে সবাইকে হ্যাপি করতে পারিনা ।
৪| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
স্প্যানকড বলেছেন: সরকারের উচিত এসব হোমলেস দের জন্য সত্যি কিছু করা। বিদেশে হোমলেসদের জন্য বহু মানবাধিকার সংস্থা আছে। যারা নিয়মিত খাবার, চিকিৎসা দিয়ে যায়। আমাদের ওখানে যা একদম নাই। আপনাকে ধন্যবাদ আপনি মানুষদের জন্য করছেন লড়ে যাচ্ছেন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
মিরোরডডল বলেছেন:
ফ্রেন্ডস আমার ভীষণ ভীষণ ভালোলাগার একটা সিরিজ ।
আমি আগেও দেখেছি, এখনও দেখি ।
দেখা এপিসোডগুলোও বার বার দেখি । প্রানভরে হাসি ।
আমাকে অনেক চিয়ারফুল রাখে এই সিরিজটা ।
বন্ধুত্ব হতে হয় এমনই ।
এরকম কয়েকটা ফ্রেন্ডস থাকলে আসলেই লাইফে আর কিছুর প্রয়োজন হয়না ।