নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সংসার !

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৫

পিয়া বাজপেয়ী ভারতীয় অভিনেত্রী। ছবি নেট ।

তোমাকে পাইনা কাছে
এর চেয়ে যন্ত্রণা আর কিসে ?
তোমাকে পাইনা
সে তো মেলাদিন
একটিবার পেলে কাছে
যম যাতনা লাগতো মিছে।

শব্দের পর শব্দের সারিতে
তোমায় সাজিয়ে রাখি
যা রেলের মতন বাজায় সিটি
সত্যি ! তুমি
জীবন- মরণ, কমা, দাড়ি।

তোমাকে সাজিয়ে তুলি
যেন আমি কোন চিত্রকর
রঙের সনে রঙ
সব খানে কেবল তুমি।

তোমাকে একটিবার ভুলতে পারি না
যতবার করি চেষ্টা
দ্বিগুণ বাড়ে তেষ্টা
ক্লান্ত গুই এর মতন রোদ পোহাতে পোহাতে
আঁধারে একলা জ্বলি
কবির সংসার বলতে
কাগজ, কলম, কালি !

৫ জানুয়ারি ২২।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতির ছোয়া কবি দা

০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: বাহ! সুন্দর কাব্য। :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.