নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক আলাপ !

০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৫৬

ছবি নেট ।

তোমাকে দেয়ার মতন তেমন কিছুই মজুদ নেই
খা খা রোদ্দুর
আর খড়খড়ে কবিতা দেয়া ছাড়া
জানতে চেয়েও না
আছি কেমন?
তুমি নিশ্চিত ভালো
ভালো মানুষ ভালো থাকে এই নিয়ম
আমি সেই আগের মতন
দোষে গুনে ভরা আদম।

নিউইয়র্কে শীত যতটা
ততটা এখানে নয়
যদিও গলির মোড়ে শীতের পিঠা মিলছে খুব
রোজই খাই একটা দুইটা চিতই
সাথে ধনিয়া, মরিচ ভর্তা
আবার গুড়ে ঠাসা ভাঁপা
বাড়তি কচি লেবুর লাল চা।

ফেসবুকে দেখি
গত শীতে স্বামী সহ মেয়ের সাথে
বরফ ছোঁড়াছুড়ির ছবি
ভালো লাগে
তুমি বেশ সুখি।

কাল সন্ধ্যায় তোমার মামা এসছিলেন
দিলেন কত জ্ঞ্যান
বলল,
কি নেশায় যে ডুবে থাকো
কোন খবর এলাকার রাখো?
ঘরে বসার জায়গা নেই
সেলফ ভর্তি বই !
এত জ্ঞ্যান কোথায় ঢালো ?
যথারীতি নত মস্তকে হজম করে গেছি
ভোট চাইতে এসেছে
প্রার্থী তার বন্ধু
গার্মেন্টস ব্যবসায়ী! 

বলো তুমি ?
রাজনীতি কি ব্যবসায়ীর কাজ?
দেশের হাল যদিও তুমি আর জানতে চাওনা
আসলে কি লাভ জেনে?
কি লাভ অত বলে?
কি লাভ অত ভেবে?
গোল্লায় যাক! 
চুলায় যাক!
নিজের ছেলেমেয়ের পাতে দুধ ভাত থাক।

আসবে কি দেশে ?
আমার জায়গা ক্রমশ সংকোচিত হয়ে আসছে
বারান্দা টু শোবার ঘর
খুব বেশী হলে ছাদ
টেবিল, চেয়ার নড়বড়।

তবুও আছি বেশ
যদিও
কেঁচুযুক্ত ওয়াসার পানি রোজ গিলছি
ধুলো - কাঁদা, পোড়া ডিজেলের শহরে
স্বপ্ন বুনে চলেছি
আমার আছে মাতাল ঢলে পড়া নাগরিক সন্ধ্যা
মধ্যরাত
ফকাফকা চাঁদ
ঘন আঁধার
ডার্টি পিকচার
বিদ্যা বালানের কামার্ত শীৎকার !

৬ জানুয়ারি ২২।







মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪০

সোবুজ বলেছেন: ব্যর্থ প্রেমের লম্বা কাহিনী।সুন্দর সাবলীল ভাষায় প্রকাশ করেছেন।

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। প্রেম ব্যর্থ হয়না কখনো । ভালো থাকবেন।

২| ০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৮

ইসিয়াক বলেছেন:




এই আপনার প্রাক্তনও কি নিউইয়র্কে থাকে?

Wow! same to you.
কবিতা ভালো লেগেছে।

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:০১

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:


কেঁচোযুক্ত পানি ফুটিয়ে পান করবেন।

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮

স্প্যানকড বলেছেন: উহা করেই চলেছি। কিচ্ছু করার নাই সরাসরি কেঁচো তো সরকার দিচ্ছে না তাই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মন্তব্য এবং সুন্দর পরামর্শ দেয়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: বহুদিন পর ব্লগে একটু ঢু মারতে এসেছিলাম। ভেবেছিলাম প্রোফাইলটা চেক করে আবার চলে যাব কিন্তু প্রথম পাতায় হঠাৎই আপনার কবিতায় চোখ পড়ে গেল। কবিতাটির না পড়ে আর থাকতে পারলাম না এবং বাধ্য হয়েই মন্তব্য করছি :)
প্রতিবারের মতই অসাধারন লিখেছেন। গভীর ভালবাসার উষ্ণ অনুভুতি।

আশাকরি ভাল আছেন। অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০

স্প্যানকড বলেছেন: হুম, আপনাকে দেখছিলাম না বহুদিন। আমি আলহামদুলিল্লাহ আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই। এমন সুন্দর মন্তব্য করলে চোখের কোণে জল জমে। ভাবি,আমি কি এতটা পাবার যোগ্য ? অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১২

দেয়ালিকা বিপাশা বলেছেন: এইরে!! এসেই তবে আপনাকে কাঁদিয়ে ফেললাম!!! :) যাক তাও ভালো, কিছু কান্না খুশির হয়, সে কান্না গুলো উপভোগ করা জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত! এমন শ্রেষ্ঠতম মুহূর্তের অংশীদার হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।
সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি।

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

স্প্যানকড বলেছেন: হুম, একদম। এরকম মন্তব্য পেলে কে না কাঁদবে খুশিতে ! লোভ ধরিয়ে দিচ্ছেন কিন্তু বড্ড কান্না করার জন্য হাসবার জন্য। আসলে আপনি অনেক সোজা সরল প্রকৃতির যতটুকু আমার ধারণা আর সবচেয়ে বড় কথা খুব খুব খুব ভালো একজন মানুষ। এমন মন্তব্য করছেন বলে নয় সত্যি বলছি। এ সময়ে যা খুব বিরল। এমন মানুষের সাথে কথা বলে যে আরাম বোধ হয় তা কি আর বলতে। ধন্যবাদ। সব সময় ভালো থাকবেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: এইবার কিন্তু আমি কান্না করে দিলাম!! :) এমন compliment পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩২

স্প্যানকড বলেছেন: প্লিজ কাঁদবেন না। এমনিতেই আমরা কান্নাকাটি করা জাতি। হাসুন প্রাণ ভরে জীবন যে ক্ষনিকের তরে... আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




এমন অনেক কবিতা যেগুলো আগে পড়া হয়নি, এখন মাঝে মাঝে পড়ি।

ভাবছিলাম সেসময় কোথায় ছিলাম!
মনে পড়লো, তখন আমি ঢাকায় ছিলাম দুমাস, তাই অনেক লেখা মিস হয়ে গেছে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

স্প্যানকড বলেছেন: আসলে তখন তুমি আমারে গোনায় ধর নাই অথবা হৃদয়ে রাখ নাই ! হা হা হা :) এখন হয়তো দিন বদলাইয়া গেছে ঠিক কি না ? আর আমার আবেগ খুব বেশী এবং অল্পতে তুষ্ট মানুষ। ধন্যবাদ :) ভালো থেকো সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.