নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম !

০৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

পিয়া বাজপেয়ী ভারতীয় অভিনেত্রী। ছবি নেট।

রোজ ফুটছে ফুল
রোজ হারিয়ে যাচ্ছে
এত শোকের ভিতর
মেঘ জমার মতন
প্রেম জড়ো হচ্ছে।

প্রেম স্রষ্টার প্রথম শব্দ
লক্ষ কোটি বছর আগের
প্রেমের আজকাল যে সংগা মিলে
ওতে চমকে উঠে পিলে।

প্রেমের নানা ধরন
নানান আছে বাঁক
প্রেম মানে হৃদ গহীনে
চুপিসারে কারো ডাক।

প্রেম মানে বর্ষা কদম
প্রেম মানে আগুন ফাগুন
প্রেম মানে হেমন্তের নরম রোদ
প্রেম মানে খুব গভীর বোধ।

প্রেম মানে তুমি, আমি সৃষ্টি
বিজলি সহ হঠাৎ বৃষ্টি
প্রেম মানে সুখ সুখ ঘুম
মাঘ মাসের ওম।

৮ জানুয়ারি ২২।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: একদম perfect বলেছেন। পোস্টে ভালোলাগা

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই মহিলার ছবি বাদ নেয়া যায়না ভাই।

কবিতা সুন্দর!

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০১

স্প্যানকড বলেছেন: খুব বাদ দেয়া যায়। উনি তো আর আমার বিয়া করা বউ না যে দিতেই হবে। আসলে দিতে হয় বলেই দেয়া অন্য কিছু না মানে প্রেম নিয়ে লিখছি তো তাই একজন নারীর ছবি দিয়েছি। অন্য ছবি দেয়া যেতো কিন্তু ক্যান যে দিছি ভাইবা দেখলাম দিতে হয় বলে দেয়া। অন্য কিছু না। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.