নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শহরতলীর মুখ ! পর্ব ২

১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২১

ছবি নেট।

খালি মাল সামাল দেখাইলে নায়িকা হওয়া যায়না। ভেতরে কিছু শিল্প থাকতে হয়। এ যুগের মেয়েরা সস্তায় উপরে উঠতে চায় আর এ জন্য এরে ওরে শরীর বিলিয়ে শেষমেশ খিস্তি দেয় মিডিয়ার লোক সব বাইনচোদ !

কথা গুলি এ শহরের নামকরা ডিরেক্টর সাহেব এক নাগারে বলে কিছুটা চুপ হয়ে গেল।

ডিরেক্টর সাহেব ফোনে জনৈক কোন একজন কে এগুলা বলছে। আর ইউনিটের চা বিস্কুট বিতরণ করা ছেলেটি এসব শুনছে।

সেট ফেলা হয়েছে ঢাকা থেকে দূরে সোনারগাঁ পানাম এর পুরানো একটা বিল্ডিং এ। নায়িকা বলেছে, আপনারা রেডি থাকুন আমি আসছি। সেই আসা এখন বেলা ডুবতে বসছে। লাইট না থাকলে এ বেলা মাইর! প্রোডাকশন বলে দিয়েছে এত ফালতু খরচ করা যাবে না। মাঝপথে এসে নায়িকার এ ধরনের ফাইজলামি করা কোন প্রফেসনালিজম এর পর্যায়ে পড়ে না। আর এসব কারনে ডিরেক্টর সাহেব চ্যাতে আছে।

নিজেরে অসহায় এতিম মনে করছে। মনে করতাছে কেউ শিল্পের ব্যাপারে সিরিয়াস না। শুধু অর্থের ব্যাপারে সিরিয়াস।

নায়ক নায়িকা কে ৫০ ভাগ টাকা অলরেডি এডভান্স করা হয়েছে। শুধু প্রডিউসার আর ডিরেক্টর অনুরোধ করেছিল তারা যেন সিডিউল ফাঁসিয়ে না দেয়। এখন এ হাল !

ডিরেক্টর ভাবছে, না এর একটা বিহিত করতে হবে। এভাবে কোন শিল্প ভালো হয় না । প্রডিউসার কে বলে একটা মামলা করে দিবে অথবা এডভান্স অর্থ ফেরত চাইবে। নতুন মুখ নিবে। বেশী পরিচিত কাউরে নিলে বা একটু লাইম লাইটে থাকা কাউরে নিলে এই হয় আর কি! এসব ভাবতে ভাবতে ডিরেক্টর চিন্তার সাগরে ডুবে যাচ্ছিল এমন সময় তার স্মার্ট ফোন বেজে উঠলো। নায়িকার পি এস করেছে। ঘটনা যা জানা গেল তা অনেকটা এরকম

" নায়িকার একটা পোষা কুকুর ছিল। নাম বুলু। নায়িকার সাথেই সব সময় থাকতো। আজ সকালে হঠাৎ করে কয়েকবার রক্ত বমি করে কিছুক্ষণ আগে মারা গেছে। এতে নায়িকা প্রচন্ড শক পেয়েছে। তাই আজ শুটিং বানচাল করে দিল। এও শোনা যায় বুলু এতই কাছের ছিল যে নায়িকা বুলুকে নিয়ে শুতে যেতো !  "

ডিরেক্টর ফোনে পি এস এর কথা শুনে ভাবছে মানুষ মরলে ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন বলতো। এখন একটা কুত্তার জন্য কি পড়া যায়?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪৮

কবিতা ক্থ্য বলেছেন: সত্যি সেলুকাস
কি বিচিত্র এই দেশ।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

স্প্যানকড বলেছেন: সত্যি তাই ! ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছু বুঝা গেল না। মাথার উপর দিয়ে গেল। B:-)

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৫৩

স্প্যানকড বলেছেন: সাথে থাকেন বুঝে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.