নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আর্টিস্ট মনিকা লুইনাক। ছবি নেট।
তোমাকে দেখামাত্র
বুক গহীনে কে যেন ধরে গান
সোজাসাপটা শব্দ
অবাক করা সুর
যা ভীষণ ভীষণ মধুর।
তোমাকে দেখামাত্র
বড্ড ভালো লাগা শুরু হয়
যা অনেকটা স্বর্গ সম
অনেকটা পরাণ জুড়ানো হাওয়ার মতো
বলা চলে জীবন বাঁচানো দাওয়াই এর মতো
পিপাসা মিটানো জলের মতো।
তোমাকে দেখামাত্র
ভেতরে এক কবি জেগে উঠে
যে নাওয়া খাওয়া ভুলে
শুধু তোমাকে চর্চা করে
একের পর এক কবিতা গড়ে।
তোমাকে দেখামাত্র
রগের ভেতর রক্ত
খুব দ্রুতই ছুটে
আমি টের পাই শ্বাসের সনে
তোমার শরীরের খুশবু
নিউরনে মেঘের মতো
জমাট বাঁধতে শুরু করে।
এসো পাগলী,
এসো খুব কাছে
যেমনটা দিগন্ত জমিন মিশে গেছে।
তুমি সদ্য ফোটা ফুল
বেশ পবিত্র
অনেকটা জন্মের মতন
মৃত্যুর চেয়েও সত্য !
এসো বাবু সোনা
এসো,
দেখা হোক রৌদ্রছায়ায়
কথা হোক
হোক প্রেম বিনিময়
যে জীবন আজ চাচ্ছে তোমায়
তা কি তোমার নয় ?
এসো জাফরান আতর
পরী আমার
ধরা দাও নিঃশ্বাসে।
জানো,
তোমাকে দেখামাত্র ভুলে যাই
এ গ্রহে দুঃখ কষ্ট আছে
যুদ্ধ হাংগামা আছে
মরণ যাতনা আছে
ফুটপাতে জোড়ায় জোড়ায় মানুষ আছে!
কাঁটা তারে ফালানি ঝুলে আছে !
এসো প্রিয়
এসো,
ঘড়ির কাঁটায় লাগাম লেগে যাকনা
ভিখেরির মতন আমিও পাতি হাত
মিলে যাক ঘর দুয়ার
মাখি রঙ অংগে
উড়ি মেলে দুই পাখনা।
ইচ্ছে করে
ভিজে গলে তোমাতে যাই মিশে
বহুদিন যাবত
আছি তো এক্কেবারে শুকনা !
সত্যি !
তুমি এক যাদু
ভুলিয়ে দাও নিমিষে সব
নিভিয়ে দাও আঁধার সব
চারপাশ বড্ড জ্বলজ্বল আলোকময়
মেলা জমেছে আদর চুমু
ইচ্ছেমতো খরচ করে নেওনা !
১৪ জানুয়ারি ২২।
১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
সোবুজ বলেছেন: বেশ বড় কবিতা তবে পড়ার মতো।