নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

# তোমার জন্য .....

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭

ছবি নেট ।

আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে । তাই শুরুতে কিছু বলতে যাচ্ছি। আজকাল যে প্রেম দৃশ্যমান হচ্ছে এতে আত্মার খোরাক তেমন বলতে নেই একটা পোষাকি ভাবে ঢুকে গেছে মানে সোজা কথা বাহ্যিক সৌন্দর্যের দিকে ধাবিত হয়ে গেছে। এর পিছনের কারণ গুলি খুঁজে বের করা দরকার। যাক ওসব কথা আজ ভ্যালেন্টাইন্স ডে তাই দু কলম চালিয়েছি। একটা কিছু দাঁড় করাতে চেষ্টা করেছি মাত্র। হোক সে ভালো কিংবা মন্দ। কবিতার নাম " তোমার জন্য " প্রতিটা নর-নারী শুধু একটা তোমার জন্য গোটা জীবন অনায়াসে কাটিয়ে দেয় কারো নসিবে মিলে কারো ভেতরে হাহাকার মেঘ জমে।

তোমার জন্য অফিস কামাই
তোমার জন্য মাথা ঘামাই
তোমার জন্য নিদ্রাহীন লালচে চোখ
তোমার জন্য গোটা জীবনটাই। 

তোমার জন্য সারাক্ষণ ধুক ধুক
আধভেজা কাক হয়ে ঘরে ফেরা
তোমার জন্য বাঁচা মরা
হাঁচি-কাশি খুক খুক
আছি কিছুটা বাঁকা ত্যাড়া।

তোমার জন্য রঙ মাখি সারা অংগে
তোমার জন্য রয়ে গেছি
গরীব কাঙাল বংগে।

তোমার জন্য
চায়ে চুমুক দিতে দিতে ব্যালকনিতে আসা
রোদ মেখে মেখে
আসমান ছুঁতে চাওয়া।

খুব বাজে বকছি তাই তো!
ভাবছ,
এসব সবাই বলে
কি আছে এতে ভিন্ন ?
নতুন কিছুই নেই তো ?

তোমার জন্য সাঁতরে চলেছি
নোনা জল সাত সমুদ্র
যদিও জোটেনি ঝিনুক মুক্ত
মিলেছে শ্যাওলার রাজত্ব !

তোমার জন্য
হ্যাঁ,
শুধু তোমার জন্য 
যতনে পুষে রেখেছি তরতাজা পুরুষত্ব !

তোমার জন্য
আজও চলছে শ্বাস,
ভেতরে দৌড়ায় নাতিশীতোষ্ণ রক্ত
খিদে প্রচন্ড
আছি কিন্তু বেশ অভুক্ত !

১৪ ফেব্রুয়ারী ২২ ( সোমবার )

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

নাহল তরকারি বলেছেন: আপনি তো রোমান্টিক কবিতা লিখেছেন। তবে আজকালকার প্রেম মানে ফ্যাশন। কে কয়টা গার্লফ্রেন্ড বা প্রেমিকা পটালো আর কোন মেয়ের পিছনে কয়টা পুরুষ ঘুরে এগুলা হিসাব করা হয়। এই বেশী প্রেমিকা থাকলে ছেলেদের বেশী ইজ্জত দেয়া হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮

স্প্যানকড বলেছেন: হুম, ঘটনা সত্য ! এর জন্য দায়ী কাকে করব বুঝি না। সবার ভেতর লোভ প্রচুর কেউ ঠকতে চায় না ঠকাতে চায় আর এ করে আসলে নিজেকে এবং প্রেম কে ঠকিয়ে যাচ্ছে তা বুঝে না। চারপাশের কুপ্রভাব পড়ছে প্রেমের উপরে। ভালো থাকবেন এবং ফাল্গুনের শুভেচছা । ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সব ছবি পোস্টে ইউজ করেন :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১

স্প্যানকড বলেছেন: আপু , একজন নারী খুশিতে নাচছে। রঙিন হয়ে আছে যেন ফাল্গুন বসন্ত এক সাথে। আমিতো খারাপ কিছু দেখছি না। আপনি কি দেখছেন আল্লাহ মালুম ! ফাল্গুনের শুভেচছা এবং ভালো থাকবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কবিতা জুড়ে তুমিময়তা, ভালো লাগছে।
ফাগুন আর ভালোবাসা দুই' য়ের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাকে ও ফাল্গুনের শুভেচছা এবং ভালোবাসা। ভালো থাকবেন সব সময়।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩

পাঁচ-মিশালি বলেছেন: ইসলামে প্রেম করা হারাম

কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহপূর্ব প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে, তা করার কোনো অবকাশ নেই।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চোখের ব্যভিচার হলো (বেগানা নারীকে) দেখা, জিহ্বার ব্যভিচার হলো (তার সঙ্গে) কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)। (বুখারি, হাদিস : ৬২৪৩)

দুই চোখের ব্যভিচার হলো (বেগানা নারীর দিকে) তাকানো, কানের ব্যভিচার যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের ব্যভিচার আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের ব্যভিচার (বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে) স্পর্শ করা আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের ব্যভিচার হলো চাওয়া ও প্রত্যাশা করা। (মেশকাত, হাদিস : ৮৬)
বিয়ে করার দৃঢ়সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

স্প্যানকড বলেছেন: ইসলামে বহু কিছু হারাম। এই জন্য দেশে ইসলাম কায়েম হয় না কারণ সবাই হারামে নিমজ্জিত। আপনি এসব কথা বেশী বেশী প্রচার করুন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। হারাম আর হারাম। বেগানা নারী পুরুষে ভরে গেছে। হাঁটতে কষ্ট হয় বসতে কষ্ট হয় কোনকিছুতে শান্তি নাই। টিভি চ্যানেল গুলি বন্ধ করে দিতে বলেন ওখানে বেগানা নর নারী নাচানাচি কুদাকুদি করে তাহা উনারা প্রচার করে। ছিঃ কত খারাপ ! ভালো থাকবেন। ফাল্গুনের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.