নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
বুড়ো পাতাটি কিছুক্ষণ আগেই ঝরে পড়লো
ওর জায়গায়
নবীন পাতা এসে গেছে
না,
মহল্লার কোন উপাসনালয় থেকে
হয়নি মাইকিং
কেউ তুলেনি হাত।
কতদিন আর আঁকড়ে রাখবে
নিজের আসন ?
সব কিছুর হয় পতন
তবে কেন ওর নয় !
কত ঝড় বাদল
কত লড়াই সংগ্রাম
কত রোদ
কত ধুলো মেখে
বুড়ো পাতাটি সংসার পেতেছিল
আজ বলা নেই কওয়া নেই
হালকা বাতাসে উর্ধ থেকে
গোত্তা খেতে খেতে সোজা মাটিতে ঝাঁপ
আজ ও ক্ষতবিক্ষত
গাড়ির টায়ার
গোটা দেহে পথিকের জুতোর ছাপ।
বুড়ো পাতাটির রঙ কোন এক কালে ছিল সবুজ
আকার মাঝারি
অত মোটা কিংবা পাতালা ও নয়
কোন পোষাক ছিল না
ছিল না হিন্দু, মুসলিম
বা
অন্য কোন ধর্ম জাত !
ন্যাংটো ছিল
উদোম ন্যাংটো
ঐ তো রয়
জীবন মানেই যে মিথ্যে ঠুনকো
আর হালকা কিছু চাপ !
১৮ ফেব্রুয়ারী ২২।
©somewhere in net ltd.