নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
প্রথমে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং হাজারো সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি।
এখন পুরনো কিছু প্রশ্ন দিয়ে শুরু করছি একজন মুসলিম এর জন্য ইহা কতটুকু জায়েজ যে,গাফফার সাহেবের গান গেয়ে খালি পায়ে প্রভাত ফেরিতে যাওয়া এবং ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে দলে দলে যাওয়া ?
ইহা কি ইসলাম ধর্ম মোতাবেক সহি কিছু ? যদি সহি না হয় তাহলে মুসলিম গন কেন পালন করছে ? আর সহি হলে অন্যরা কেন নিষেধ করছে ? এতে করে শহীদদেরই বা কি লাভ হচ্ছে ?
যাক ওসব প্রশ্ন ধর্ম যার যার কর্ম ও তার তার ফলাফল ও তার তার। আজ সারাদেশে যেই টাকার ফুল কেনা হয় আর " অ " আ " বর্নমালার শাড়ী, পাঞ্জাবি সেই টাকা যদি শহীদ পরিবারদের মাঝে দেয়া হতো তাহলে তাঁরা বেশ লাভবান হতো। এতে করে তারা আরো ভালো জীবন যাপন করতে পারতো এবং সেই টাকার কিছু অংশ ছেলে মেয়েদের জ্ঞ্যান অর্জন এর পিছনে ব্যয় করতে পারতো ।
এই তো বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদের ছেল দিন মজুর ! ছিঃ লজ্জা করেনা কেমনে তারা মাইকের সামনে বড় বড় কথা বলে? হয়তো নুর মোহাম্মদের ছেলে তার ভবিষ্যৎ প্রজন্ম কে বলে যাবে " মইরা যাইস তবু দেশর জন্য জীবন দেইছ না ! "
আসলে যেদিন থেকে দেশপ্রেম ভেতর থেকে বাইরে মানে দেহে অর্থাৎ পোষাকে এসে গেছে সেদিন থেকে দেশের পিছন এবং সামনে দুইটার রফাদফা হয়ে গেছে যা খুব সত্যি !
এই-যে, নব্বইয়ের আন্দোলনে নুর হোসেন শহীদ হলো তারে কয়বার স্মরণ করা হয়? যেই এরশাদকে নিয়ে এত সৈরাচার সৈরাচার মাতম সারা দেশে বয়ে গেলো তাকে নিয়েই আবার দেশ পরিচালনা করা হয় তখন কে সৈরাচার মাথায় হান্দে না ! আসলে হালার চুতমারানির রাজনীতি ! হয়তো নুর হোসেনরা অতীব বোকা কিসিমের প্রাণী ! রাজনীতির বাল ও বুঝে না !
বর্তমানে দেশের এই সেই উন্নতি শুনি। ৫০ বছর হয়ে গেলো দেশের ইতিহাস ঠিক হলো না। বি এন পি আমলে এক ইতিহাস আওয়ামীলীগের সময় আরেক। প্রতি বছর মুক্তিযোদ্ধা বাড়ে ! দেশে নাকি ভুয়া মুক্তিযোদ্ধা ও আছে ! এই ব্লগেও নাকি সত্য মিথ্যা মুক্তিযোদ্ধা আছে ? হ্যাঁ, ইহা সত্য অনেকে সে সময় ভারতের সোনাগাছি থেকে মারাত্মক ট্রেনিং নিয়ে দেশে এসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলেছেন ! সোনাগাছি কি গুগল করে জেনে নিবেন। বিরক্ত করবেন না। মেজাজ গরম আছে।
ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। আপনার আমার ভিতরে কি ঘটছে তাই এই ভাষার মাধ্যমে চলে আসে। ভাষার নানান ক্যাটাগরি আছে। গত ৫০ বছরে ভাষার বহুবিধ ব্যবহার দেখতে পাওয়া গেছে দেশে যেমন,
শাড়ী, মোবাইল কে দিছে ? আমরা মানে আওয়ামীলীগ - বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদার অফ ডেমোক্রেসি বলেছেন, " চুপ থাকো বেয়াদব ! "
আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে - সাবেক কোন এক মন্ত্রী ( দুঃখিত নাম ভুলে গেছি ) অনুমান করছি আলতাফ হোসেন ।
উই আর লুকিং ফর শত্রুজ ! - সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর।
মাগী তোরে আগে পিছে করমু - টাকলা মুরাদ।
মাসুদ তুমি ভালা হইলা না - জনাব ওবায়দুল কাদের।
আমরা করোনার চেয়ে শক্তিশালী ! - জনাব ওবায়দুল কাদের।
ক্ষমতায় না থাকলে দেশে থাকা লাগবো না - জনাব ওবায়দুল কাদের।
এই কথা শতভাগ সত্য ! তারেক আইসা কচুকাটা করবে !
মিয়ার জায়গায় মিয়া রাখিয়া সোনা কাটিয়া লাল করিয়া দিবেন ! - রাজাকার সাকা চৌধুরী।
ঐ খানকি মাগী আমার টাকা দে - বসুন্ধরার এম ডি সোবহান।
মনে হয় কোন নারীবাদী এই এম ডি সাহেবের বিরুদ্ধে কিছু বলেন নি তাজ্জব ! বলবে কি পারলে বিছানায় যেতে দুই পায়ে খাড়া ! এম ডি সাহেব কিন্তু সেইরম মাল ! উনার সাথে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন ছবি তোলে হাসিমুখে। দেশে বসুন্ধরার সৌজন্যে ফুটবল, হকি কাপ হয়।
পরিশেষে কি বুঝলাম টাকা ক্ষমতা থাকলে দেশের আইন বাল ! আর ভাষা খালি আমগো খারাপ না বড়লোকের ও খারাপ ! আমগো ক্ষমতা টাকা নাই বইলা খারাপ ! টাকা ক্ষমতা থাকলে উহা হইত অমৃত পদাবলীরে চুতমারানি !
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
স্প্যানকড বলেছেন: কিতা কমু ভাষার মাসে ভাষাহীন ! ভালো থাকবেন সব সময়।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০২
সোনাগাজী বলেছেন:
আপনার ট্রেডমার্ক কবিতা লেখেন, লোকজন একটু জেগে উঠুক!
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫০
স্প্যানকড বলেছেন: ঘুমায় গেছে নাকি ! অবশ্য জেগে জেগে ঘুমাচ্ছে সব তাই এহন ডাইনে বামে যাওয়া শুরু করছি। ভালো থাকবেন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩০
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪
স্প্যানকড বলেছেন: ঘুরে আসুন জলদি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৩
সাসুম বলেছেন: দেশের এত বড় বড় মানুষ মুখ খারাপ করে, আর আমি মুরুক্ষুসোদাদের গাইলালে বোলগ দিয়ে ইন্টারনেট চালানো পাব্লিক রা আমারে গালিবাজ কয়