| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোরাব প্যাডেল মারে
জোরে জোরে ফেলে শ্বাস
রাজধানী মানে হা হুতাশ
ডিজেল পোড়া বাতাস !
তোরাব ডাইনে বামে
বাজের মতন তাকায়
দুই বাসের চিপায়
কখনো কখনো হান্দায়।
তোরাব ছুটে চলে
যতটা পারা যায়
কখনো শাহবাগ, রাজারবাগ, পরিবাগ, লালবাগ
কখনো খেপ মারতে ইংলিশ রোড ও যায় !
তোরাব বিড়িতে মারে দম
হাসে বেশী
কথা কয় কম।
তোরাব এর শরীরের ঘাম
শরীরে শুকায়
রাত বিরাতে ঝিমানো শরীর
ইদানীং খুব টাটায় !
তোরাব চিনে শহরের অলিগলি
ক তে কলিকাতা
এ ও জানে
কে কেমন ছিনাল মাগী !
পার্টি অফিসের সামনে ঠ্যাং তুলে
হুডের ছায়ায় আরামে চোখ বুজে
তোরাব বেশ জানে
এ শহরে সবে ঘুমায় জেগে জেগে !
তোরাব বুড়িগঙ্গায় দেয় ডুব
গোটা দেহে চুলকানি
দুষিত পানিতে চলে যাচ্ছে খুব
নেই দুঃখ
নেই গ্লানি।
তোরাব নেয়নি সরু চালের ভাত
কখনো প্লেটে ভুলে
মাংস বলতে
মরা মুরগি
লংকা, পেঁয়াজ
আলুর সনে ঝোল
জীবন মানে বেখাপ্পা বোল !
খোলা আসমানের তলে।
তোরাব পড়তে পারে
আস্তে করে ভেংগে ভেংগে
তিন ক্লাস পর্যন্ত ছিল দৌড়
অভাবের সংসারে ছিল না
তেমন মিঠাই গুড়।
তোরাব এর নাই প্রেম
নাই আদর চুম্বন
কামনা বলতে
রাস্তার ক্যানভাসার
নষ্ট কিতাবের ভেতর পেইজে
বুক খোলা রমনী গন !
তোরাব এর কিচ্ছু নাই
জমিজিরাত
নদীর পেটে ঘর
এক চ্যাট
এক পেট
আপন নাই কেউ
সব পর।
যতদিন দেহে জোর
ততদিন ফর্সা ভোর
তোরাব মানে,
কাদের সাহেব দিল্লিতে
এসব ফালতু খবর !
২২ ফেব্রুয়ারী ২২ ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী। ভালো থাকবেন সব সময়।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৯
শায়মা বলেছেন: এই যে ভাইয়ু তোমার কবিতার বই কই???
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯
স্প্যানকড বলেছেন: সাহস পাই না ! এইখানেই তো আমার সব। তাই আলাদা করে বই বের করার ইচ্ছে নাই। তাছাড়া আপু আমি কি সে ধরনের যোগ্যতা রাখি ? অন্যদের আছে আমার অত সাহস নেই। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
আল আমিন হাসান সাদেক বলেছেন: আইফেল টাওয়ার । Eiffel Tower । পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র । DURBEEN BANGLA
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১
স্প্যানকড বলেছেন: দেশে অমন টাওয়ার করা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।