নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভীষণ ব্যস্ত আছি ইদানীং !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৫

ছবি নেট ।

আমার ভেতরে কচি ফর্সা একটা সকাল বন্দী
না, না
ওতে তুমি দেখবে না মানুষের হুমড়ি খেয়ে পড়া কোন ছবি
বিড়ি চায়ের ধোঁয়া
অথবা দৈনিকের শিরোনাম
দেশের অঢেল টাকা লোপাট !
তুমি ফুল পাবে
বিন্দু বিন্দু জমা শিশির
হলুদ কমলা রোদ্দুর
আর পাবে আমাকে
বিনে পয়সায় বান্দা হাজির।

আমার কাছে লাল্টুর দোকানের সামনে যে হালকা বায়ুর ঘুর্নি উঠে
যার সারা দেহে শুধু ধুলোপড়া স্মৃতি
এক পশলা বৃষ্টির পর নোংরা জল
যাতে ঠোঁট ভিজিয়ে তৃষ্ণা মিটায় ছাল বাকল নামহীন এক কুকুর
অমন একটি বন্দী আছে দুপুর
নিবে তুমি ?
দ্যাখো, 
এ বাজারে কেউ বিনে পয়সায় কিচ্ছু দেয় না
আমি দিতে প্রস্তুত 
নিয়ে নিও
ঠিক নেই কখন চলে আসে যমদূত !

আমার কাছে জোনাকির লেজে লটকে আছে একটা নিয়ন সন্ধ্যা
ঝাল মুড়ি, ফুচকা
রিক্সার টুং টাং
বোরকা পড়া বেশ্যা
কিছু ফল নিয়ে সারাদিন বসে থাকা
শিরা ভাসা হাত, শুষ্ক ঠোঁট
কোনঠাসা জীবন যাত্রা
না,না
শেষ হয়নি
রাত হতে বাকি
মশারীর ভেতর এক হাতে কনডম
অন্য হাতে পায়জামার ফিতা।

নিবে তুমি
নিয়ে নিও
ভীষণ ব্যস্ত আছি ইদানীং !

২৩ ফেব্রুয়ারী ২২ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০০

রানার ব্লগ বলেছেন: বেশ হোয়েছে !!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৩

শায়মা বলেছেন: আমিও মহা ব্যাস্ত!!!! :((

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১

স্প্যানকড বলেছেন: উহা তো জানি। তা একটু কম করা যায়না তাইলে তো সামুর চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠতো আর জমজমাট আড্ডা জমে উঠতো। আপু আপনি ব্যস্ততা কমিয়ে চলে আসুন। ভালো থাকবেন। ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা সবাই ব্যস্ত

সুন্দর হয়েছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১০

স্প্যানকড বলেছেন: সবাই ব্যস্ত বলে খাবারে বিষ আর দুর্নীতি বেড়ে গেছে একটু কম ব্যস্ত হলে ভালো হয়। এমনে চললে আর পঞ্চাশ বছর পর একদল না খেয়ে ফকির আরেকদল লুটে লুটে হয়রান ! বাকীরা ব্যস্তার ভীড়ে অজ্ঞান ! ভালো থাকবেন। ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

জ্যাকেল বলেছেন: আপনার লেখা পড়তে বেশ ভালই লাগে। মগজে একটা ঝাড়া দিয়া যায়। হেঃহেঃ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৫

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ, চোখ রাখুন পড়তে থাকুন । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.