নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
হ্যান করেংগা ত্যান করেংগা এখন সব ইন্দুর হয়ে গেছে। বলছিলাম ইউক্রেন রাশিয়ার কথা। আমেরিকা, ন্যাটো চুল বাল ছিঁড়ে ফেলবে এখন চুপ করে তামশা দেখছে।
আমেরিকা ন্যাটো চাইছে এই যুদ্ধ লাগুক। এতে সুবিধা ইউক্রেনে অস্ত্রের বাজার চাংগা ! মধ্যপ্রাচ্য ইসরায়েল তো আছে এখন নতুন লিস্টে যোগ হলো ইউক্রেন !
আজ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে, " আমাদেরকে রাশিয়ার মুখে একা ছেড়ে দেয়া হয়েছে ! " ( যুগান্তর পত্রিকা )
এই কথার মাধ্যমে পরিষ্কার রাশিয়া জিতে গেছে। ইউক্রেন অত প্রতিরোধ করতে পারবে না। রাশিয়ান সৈন্য এদিকে ইউক্রেনের রাজধানীর অভিমুখে ছুটছে। হয়তো দখল করে নিবে খুব অল্প কয়েক দিনের ভেতর। ইউক্রেনের আম ও গেলো ছালাও গেলো। এক ন্যাটোর কথা মতে চলে তাদের আশায় বসে থেকে আর মার্কিনীদের আশায় থেকে। পারমাণবিক চুক্তিতে সই করায়ে আগেই ইউক্রেনকে খাসি বানিয়ে দেয়া হয়েছে। এখন আর কি লড়বে ? যদিও ব্রিটেন, আমেরিকা রাশিয়ানদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হলো ক্ষমতা !
মজার ব্যাপার হচ্ছে দেশের হুজুরগন তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমানে বলে যাচ্ছে এ ভবিষ্যৎবাণী অনেক আগেই আমরা বলেছি ! আর মুমিন গন সমানে আমীন লাইক শেয়ার করে যাচ্ছে।
আসলে দেশে যুদ্ধ বড়ি চেতনার বড়ি আর ধর্মের বড়ি ইহা কনডম, ফ্যামিকনের চেয়ে হিট !
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৫
স্প্যানকড বলেছেন: এখন কাঁদতে পারে আর দেখতে পারে। এছাড়া কিছুই করার নাই। ভালো থাকবেন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৭
গরল বলেছেন: এটা যুদ্ধ না খেলা বুঝতেছিনা, ইউক্রেন কোন রকম প্রতিরোধ করার তাগিদ দেখছি না। আবার রাশিয়া পুরোপুরি দখল না করে আবার আলোচনার প্রস্তাব দিচ্ছে। হচ্ছেটা কি আসলে তলে তলে বুঝা যাবে চোর পালালে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫০
স্প্যানকড বলেছেন: পরিস্থিতি আরও ঘোলাটে হবে সামনে। ভালো থাকবেন।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
ইউক্রেন আমেরিকান অস্ত্র কিনতে পারবে, সেই পয়সা আছে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫১
স্প্যানকড বলেছেন: তাইলে আর কথা কইয়া লাভ নাই ! রাশিয়ান আর্মির গুতা খাক । ভালো থাকবেন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৪১
সোনাগাজী বলেছেন:
গড়ল বলেছেন: এটা যুদ্ধ না খেলা বুঝতেছিনা, ইউক্রেন কোন রকম প্রতিরোধ করার তাগিদ দেখছি না। আবার রাশিয়া পুরোপুরি দখল না করে আবার আলোচনার প্রস্তাব দিচ্ছে।
-সরকার বদলায়ে দেবে, অথবা বর্তমান সরকার কান ধরে বলবে যে, ন্যাটোতে যাবার কথা ভুলে যাবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৪
স্প্যানকড বলেছেন: এখন আর ন্যাটো তে গেলেই কি আর থাকলেই কি ! যা কাম হওয়ার হয়ে গেছে । এখন বোবার মতন মাইর খাইতে হবে। এতদিন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, কাস্মীরী, রোহিঙ্গা দেখছি এহন থাইকা ইউক্রেনি দেখমু এই আর কি ! তবে কামডা ভালা করে নাই পুতিন । ভালো থাকবেন।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২০
আশাবাদী অধম বলেছেন: যুদ্ধের সাথে অস্ত্রের ব্যবসার একটা সম্পর্ক থাকলেও যে কোন যুদ্ধকে অস্ত্র ব্যবসার কারণ বা ফলাফল বানানো অতি সরলীকরণ এবং বামাতি মার্কা আঁতলামি। ফাঁকে তালে হুজুরদেরও এক হাত নেয়া গেল!
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০০
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! অস্ত্র ব্যবসা হয়না বলছেন । হুজুরদের পাগলামি দেখি তাই লিখি এই আর কি !
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
মাস্টারদা বলেছেন: সবার যুক্তি থাকে নিজের মতো। পুতিনেরও আছে, নেটোরও আছে। কিন্তু তা মানবিয় কিনা__ সেটাই মূল কথা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১
স্প্যানকড বলেছেন: মানবিক শব্দটা কিতাবে কলমে আছে কিন্তু বাস্তবে উধাও !
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪
বিটপি বলেছেন: আমেরিকা যেরকম ইরাক আফগানিস্তান লিবিয়ায় কুকুরের মত ঝাঁপিয়ে পড়েছিল মুসলিম নিধনে, রাশিয়ার মধ্যে সেরকম কোন তাগিদ দেখছিনা। দ্যা ফ্যাক্ট ইজ, প্রতিপক্ষ মুসলিম নয়। তাই তাদেরকে মাস কিলিং এর প্রয়োজন নেই। কোন মতে রাজধানী দখল করে প্রেসিডেন্টকে এরেস্ট করে নতুন সরকার গঠন করলেই তাদের সারে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩
স্প্যানকড বলেছেন: তা সত্যি বলেছেন । মুসলিম দেশ হলে হিসেব এক আর অমুসলিম হলে আরেক। এদের নীতি সব সময় ইসলামের বিরুদ্ধে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭
রক বেনন বলেছেন: যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা
যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা.......
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫
স্প্যানকড বলেছেন: যুদ্ধ মানে ব্যবসা
যুদ্ধ মানে গোলা বারুদ ঠাসা
রক্তে ভাসা ।
ধন্যবাদ, ভালো থাকবেন।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ইউক্রেন এর টাকা কই অস্ত্র কেনার?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬
স্প্যানকড বলেছেন: তাইলে তো শেষ । হুদাই আশা করা। রাশিয়া জিতে গেছে। ভালো থাকবেন সব সময়।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: একটা বিষয় খেয়াল করুন। রাশিয়া বনাম ইউক্রেন সংকট চললেও বাস্তবতা হলো রাশিয়া বনাম ন্যাটো ওরফে আমেরিকা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮
স্প্যানকড বলেছেন: ইউক্রেন আসলে তেমন কিছুনা রাশিয়া দেখাতে চাচ্ছে এই ন্যাটো আমেরিকা ওর কাছে নস্যি বালছাল ! পুতিন তা প্রমাণ করার চেষ্টায় আছে। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: মানবিক শব্দটা কিতাবে কলমে আছে কিন্তু বাস্তবে উধাও!
ভালো জিনিসটা কেউ মানলেও ভালো, আর না মানলেও ভালো থেকে যায়। তারা না মানলে সভ্য কথাটা তাদের পক্ষে মানানসই কিনা সেটা আমার পয়েন্ট না, আমি বুঝাতে চাইছি ভালোটা না থাকলেও সেই ভালোটার অনুসরণ, ভালোটা পাওয়ার চেষ্টা করা কোন সময় ভালো না?
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১০
অধীতি বলেছেন: উচিত কথা।
ইউক্রেন নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে।