নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আমি ইশ্বর নই !

০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:৫৫

ছবি নেট ।

তোমাকে দেখামাত্র
আমি বাইম মাছের মতন মোচড়াতে শুরু করি
আমি চাই তোমার আংগুল আমার আংগুল
খুব কাছে খুব কাছে লেগে থাকুক
যদিও চাইলে মিলেনা সব।

যে সন্ধ্যে গুলি মৃত
যে দিনগুলি হতাশার অনলে পুড়ে ছারখার
আমি চাই সেগুলিতে একটা রঙ ধরুক
তোমার নীল ব্লাউজের হুক
আস্ত জলজ্যান্ত তোমাকে বেঁধে রেখেছে
আমি মুক্ত করতে চাই সে বাঁধন
তোমার সায় আছে তো ?
যদিও
যদিও চাইলেই মিলেনা সব
আমি ইশ্বর নই
রক্ত মাংসে ফসফরাসে ঠাসা মানব !

৩ মার্চ ২২ । বৃহস্পতিবার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঈশ্বর পর্যন্ত যেতে হবে না, সকল মুনি-ঋষি আর মহাপুরুষ রক্ত মাংসের মানুষই।

আপনার লেখার মান ভালো, বিষয়বৈচিত্র্যে ভরপুর। কম্পোজিশন ভালো, তবে, মাঝেমধ্যে কিছু পঙ্‌ক্তি প্লেইন টেক্সটের মতো মনে হয়। যেমন, 'আমি মুক্ত করতে চাই সে বাঁধন। তোমার সায় আছে তো?' এ অংশটুকুতে আরেকটু মনোনিবেশ করতে পারেন।

শুভ কামনা কবিতার জন্য।

২| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:২৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করবেন কি না আসলে খুব জলদি লিখছি নেটফ্লিক্স এ ফারুকির ডুব ছবি দেখতে দেখতে কুড়ি মিনিটের ভেতর তাই আর অত মনোযোগ দিতে পারেনি। ভালো থাকবেন সব সময়। সামনে মনোযোগ দেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.