নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শরীরে তোমার সোঁদা গন্ধ !

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:১২

ছবি নেট ।

শরীরে তোমার
ভিজে মাটির সোঁদা গন্ধ
কাছে টেনেই দেখো
বুকে তুলেই দেখো
নই আমি লোক মন্দ।

আগে বুঝতাম না
এখন বুঝি
তোমার প্রেমে
তোমার নামে আমি অন্ধ
শরীরে তোমার
ভিজে মাটির সোঁদা গন্ধ।

আজ সক্কাল গেছে গোল্লায়
আছো তুমি কার নৌকায় ?
আমার নায়ে এসে দেখো
ভুলে সকল দ্বন্দ্ব
শরীরে তোমার
ভিজে মাটির সোঁদা গন্ধ ।

ও কালো চোখ দুটি তোমার
বুক করে তোলপাড়
কবিতায় তুলে ছন্দ
একবার পড়েই দেখো
হই আমি ছেঁড়া ফাড়া থেকে শুদ্ধ
শরীরে তোমার
ভিজে মাটির সোঁদা গন্ধ। 

আগে বুঝতাম না
এখন বুঝি
তোমাতে আমি মাত্রা ছাড়া আসক্ত
এক কাঁথার তলে
হই চলো সেদ্ধ।

প্রেম!
প্রেম !
সে তো চিরকাল অন্ধ
চাই তোমারে প্রতি ওয়াক্ত
শরীরে তোমার
ভিজে মাটির সোঁদা গন্ধ ।

৪ মার্চ ২২। শুক্রবার ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাবলীল লেখাগুলো আমার ভালো লাগছে। সুর সৃষ্টির উপর আমার ভালো দখল থাকলে এটাতে আমি সুর দিতাম।

শরীরে তোমার ভিজে মাটির সোঁদা গন্ধ - উপমাটা অসাধারণ লেগেছে।

'প্রতি ওয়াক্ত' কথাটার একটা অনন্যসাধারণ ব্যবহার দেখা যাচ্ছে। তবে, কথাটার ভিন্ন ব্যঞ্জনা থাকায়, আমার মতে 'প্রতি ওয়াক্ত' কথাটা পালটে দেয়াই ভালো হবে।

শুভ কামনা।

২| ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। সুর দিয়া চেষ্টা করেন যদি কিছু মনে না করেন চেষ্টা করতে ক্ষতি কি। হইলে হইল না হইলে নাই। প্রতি ওয়াক্ত মানে সব সময় প্রতিক্ষণ বুঝাতে চেয়েছি এই আর কি । ভালো থাকবেন ধুলোবালিছাই।

৩| ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:


আপনি যেখানে বাস করেন, সেখানে গোসলের পানি পাওয়া যায়? পানি থাকলে, প্রতিদিন গোসল করবেন!

৪| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

বংগল কক বলেছেন: চাংগাজী তাইলে শাওয়ারে গোসল করেন? B:-/

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১২

স্প্যানকড বলেছেন: উনি কোথায় কোথায় গোসল করেন কে জানে ? ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.