নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে....

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১৬

ছবি নেট ।

ইচ্ছে করে
ম্যাগাজিনের মতন কিংবা
কোন রহস্য উপন্যাসের মতন
তোমাকে উলটে পালটে পড়তে।

ইচ্ছে করে
এ তামাক পোড়া কালচে ঠোঁট
তোমার গোলাপী ঠোঁট
চুক্তি ছাড়া করুক দোস্তি
একের পর এক তুলুক সাইক্লোন
শুরু হোক তুমুল আন্দোলন
যার পূর্বাভাস জানবে না জাতিসংঘ
দেশীয় কোন দপ্তর।

আচ্ছা, বলতো
বিপদ সংকেত উঠবে কত ?
জানো তো,
প্রেম মানে কুলকিনারাহীন ঢেউ
সাঁতরে চলা নিরন্তর।

খুব ইচ্ছে করে
সাইক্লোনটিকে
হাজারো মাইল বেগে
অথবা এরচেয়ে তীব্র বেগে পঠিয়ে দেই
সেই সুদূর সাইবেরিয়া, ইথোপিয়া, ম্যানহাটন, মালয় সাগর, আরবে।

যদিও উহা বারবার
শেষমেশ আধাবর এর গিঞ্জি গলি ঠেলেঠুলে
৩৭/বি চৌকোণা এই ফ্লাটে মুখ থুবড়ে মরে।

দোয়া তো করি
প্রেমে গোটা দুনিয়া হোক নাস্তানাবুদ
পারমাণবিক বোম গুলি 
এক্কেবারে চুপসে হোক ঠুস !
এমনটা যেন হয়
লাখবার ট্রিগার চাপলেও 
নড়বেনা এক চুল কোন বুলেট।

জানো ইচ্ছে করে
এ শতকে
প্রতিটা মহল্লায় পাড়ায় পাড়ায়
অলিতে গলিতে ঝুলিয়ে দেই
নতুন নতুন সাইনবোর্ড
বোল্ড অক্ষরে বাংলা বর্ণে লেখা
চলছে প্রেমের বুকিং, টু - লেট।

৫ মার্চ ২২। শনিবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.