নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আবার আসিছ কাছে....

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৬

ছবি নেট ।

" ধুলোবালিছাই ভাই কে উদ্দেশ্য করে লেখা। দেখেন সুর দেয়া যায় কি না ? যেহেতু সুর নিয়ে আপনার কাম কাইজ তাই এই অনুরোধ। না করলেও ক্ষতি নাই ইচ্ছে আপনার। ভালো থাকবেন সব সময়। "

আবার আসিছ কাছে দিব মেখে ধূলো
আবার আসিছ কাছে খেয়ে নেব চুমু
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার আসিছ কাছে ছুঁয়ে দিব গাল
আবার আসিছ কাছে চিনিয়ে ছাড়ব চৈত্রের ঘ্রাণ
আবার আসিছ কাছে এক সাথে ধরব গান
আবার আসিছ কাছে সিনায় লাগছে টান
আবার আসিছ কাছে
তোকে চিনিয়েই ছাড়ব
প্রেম মানে পরাণের গহীনে পরাণ
আবার আসিছ কাছে হাসতে হাসতে
করব দুজন জোছনায় স্নান
আবার আসিছ কাছে রাঙিয়ে দিব
মলিন মুখখান
আবার আসিছ কাছে তোকে বলে দিব
কতটা অদরকারী হয়ে উঠছে সংবিধান !

৬ মার্চ ২২। রবিবার।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: বাহ বাহ!!

আমি কিন্তু সত্যিই মুগ্ধ!


আর ভাইয়া এটা সূর করলেই গায়ক তো তুমি নিজেই ......

সোনাবীজভাইয়াকে জানিয়ে রাখি আমাদের স্প্যানকড ভাইয়া কিন্তু প্রানখোলা গলা ছাড়া গুড সিঙ্গার।

০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৮

স্প্যানকড বলেছেন: আপু কি যে বলেন ! আমি সিংগার তয় বাথরুম সিংগার ! কিন্তু সিংগার যদি হইতাম তাইলে দেশ কাঁপাইয়া দিতাম হুম !! অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

২| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫

নূর আলম হিরণ বলেছেন: আবার আসছি কথাটার রিপেটিশন বেশি। সুর দিলে কেমন হবে বুঝা মুশকিল।

০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৯

স্প্যানকড বলেছেন: দেয়া দরকার আসলে কেমন হয় তাই আর কি জানা। না দিলেও ক্ষতি নাই। ধন্যবাদ , ভালো থাকবেন।

৩| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, ব্লগে গায়ক কতজন? সভ্য নামে একজন আছেন, আর কি ধুলোবালিছাই? আর কেউ আছে?

০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৪০

স্প্যানকড বলেছেন: আমি এ দুজন কে জানি আরও আছে হয়তো প্রকাশ করছে না । ভালো থাকবেন। ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! বিপ্লবী প্রেম! দারুণ লিরিক।

সবাকার উদ্দেশে না বললে তো হয় না, ব্লগে গায়ক বলতে একজনই আছেন, তিনি আর কেউ নন। এই দেখুন তার গান।




সবাকার উদ্দেশে যে কথাটা জরুরি, তাহা হইল, আমি গায়ক নহি। তবে, গীতিকার ও সুরকার বলতে পারেন, যদিও আনাড়ি অ্যামেচার।

আরো দু-একজনের কবিতা (আপনারও একটা) গানের লিরিক হিসাবে অনেক উন্নত মনে হয়েছে। রূপক আর জলদস্যুর। কিন্তু সুর লাগিয়ে কবিতা নষ্ট করার ইচ্ছে হয় নাই, কারণ, ঐ লিরিকের জন্য যে-রকম সুরের দরকার, তা হয়ত করতে পারবো না, দ্বিধা এখানেই।

আপনার কবিতার হাত ভালো, আগেই বলেছি।

লিরিক পেলেই আমি সুর দেয়ার চেষ্টা করি, হোক বা না হোক। নিজের তৃপ্তি বা আনন্দটাও কম না।

এটা চেষ্টা করবো অবশ্যই।

০৭ ই মার্চ, ২০২২ রাত ১:১০

স্প্যানকড বলেছেন: শায়মা আপু , মাশা আল্লাহ ! একদম দেখছি ছুপা রোস্তম ! না জানি তাঁর আরও কত প্রতিভা আছে আল্লাহ মালুম। ভালো থাকবেন সব সময় ।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১:০২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান। আমি ধন্য হয়ে গেলাম। হোক বা না হোক চেষ্টা তো করি ! চেষ্টা করার নাম জীবন । :) ভালো থাকবেন সব সময়।

৬| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা বিষয় জানার জন্য কল দিলাম। 'আবার আসিছ কাছে'- এ কথাটা ঠিক বুঝি নি। আসিছ'র অর্থ কী - এসেছ? নাকি, আসছো বা আসিতেছ?

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

স্প্যানকড বলেছেন: অনেকে কয়না খুব কাছের কাউরে আবার আসিছ মানে সোজা বাংলায় দেহা করিছ একবার দেখে যাইছ অমন আর কি । ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভুল হলে প্লিজ ঠিক করে নিবেন। মার্জনা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.