নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
জানি আমি কি করে ভালো থাকতে হয়
জানি আমি কি করে
স্রোতের বিপরীতে দাঁড়াতে হয়
জানি আমি কি সত্য
কি মিথ্যে
কি অভিনয় !
জানি আমি কোনটা জয়
কোনটা পরাজয়।
জানি আমি ফুটে ফুল
অনাদরে ঝরে কিছু
কতটা রোজ হয় ভুল
জানি আমি হাওয়ায় উড়ে শাড়ির আঁচল
দুলে ঝুমকো দুল।
জানি আমি রোদে পোড়ে
বর্ষায় ভিজে শরীর
জানি আমি প্রেম নয় ধোঁয়া বিড়ির !
জানি আমি দরজার দুপাশেই
তালা ঝুলাবার জায়গা রয়
ইচ্ছে করলেই ভেতরে যায়না ঢোকা
অনুমতির ও দরকার হয়।
০২/০৩/২২ বুধবার।
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ জগতারন । ভালো থাকবেন সব সময়।
২| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ সরকার। ভালো থাকবেন সব সময়।
৩| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৮
বাকপ্রবাস বলেছেন: অনেক কিছু জানেন দেখছি।
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯
স্প্যানকড বলেছেন: কিছুই জানি না। জানার চেষ্টা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: সুন্দর হয়েছে।
কিন্তু শুধু জানলে কি হবে? সেটা কাজেও লাগাতে হবে!
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪০
স্প্যানকড বলেছেন: লাগাইতে চাই কিন্তু উপায় নাই ! ভালো থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫২
জগতারন বলেছেন:
সুন্দর !
লাইক !!