নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সম্প্রদানে ৪র্থী !

২৯ শে মার্চ, ২০২২ ভোর ৫:৫৯

ছবি নেট ।

বেশীদিন আগের নয় কথা
এইতো পয়ত্রিশ বছর এর পুরনো ঘা
মগজে ঠিকই স্মৃতির ঘোড়া দৌড়াচ্ছে
সেদিন ছিল ষষ্ঠ পিরিয়ড বাংলা।

খুব কচি ছিলাম তখন
সাদা শার্ট কালো প্যান্ট গতরে ঢুকিয়ে
ক্লাসে দিব্যি আছি 
পকেটের উপরে
একটা গোল প্লাস্টিকের ব্যাচ ঝুলে 
যার সেফটিপিনে জং
লেখা তাতে বিদ্যানিকেতন
স্থাপিত ১৯৭৮ সন।

স্যার ঃ এই চুপ !
থামা বকবক
বলতো খোকা
আমি দুধ খাই
এইটা কি কারক ?

রীতিমতো ভ্যাবাচেকা
মাথা চুলকাই
মগজে দেখি কিছুই নাই
পাশের বন্ধু বলবে কিছু
এর আগেই 
স্যারের বেতের আঘাত
কারক হয়ে গেল চিরশত্রু বজ্জাত !

দিন মাস বছর গড়িয়ে
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে
আরও কিছুদিন পড়ে
মাথার চুল পাকার ঠিক আগ মুহুর্তে
খোদার কৃপায় চাকরি
সেই বদৌলে জুটছে দুইটা ডাল ভাত।

যদিও অত শান্তি নাই
গাধার মতন সংসার টেনে যাই
রাইত পায়না আমারে
আমিও পাইনা রাইতরে
যেন কোন এক আজব জগতে হয়েছি ভর্তি ।

তবে সুখবর হচ্ছে এই ,
এখন মোটামুটি কারক বুঝে আসছে
যেমন, জনতাকে বাঁশ দাও ! 
ইহা কিন্তু সম্প্রদানে ৪র্থী ।

২৯ মার্চ ২২। মংগলবার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.