নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আগামী বিশ্ব হয়তো পুরনো দিনের কথা ভেবে কেঁদে যাবে
এক ফোটা আস্ত নির্ভেজাল শিশির খুঁজতে খুঁজতে
যক্ষা রোগীর মতন গোটা প্রাণীকুল কেশে যাবে
কৃত্রিম ফুলে পরাগায়ণ ঘটে না
তবুও লোকে ঘরে ঘরে ফুলদানিতে তুলে রাখে
সুবাস নেই ওতে
তবুও তো মানুষ আঁকড়ে ধরে রাখে
আগামীদিনের বিশ্ব অন্য খোদাকে ডেকে যাবে
উহা নিশ্চিত হওয়ার সময় খুব ঘনিয়ে আসছে
সূর্য্যি কখনো লিকার চায়ের কাপে বন্দী হয়না
নির্দিষ্ট লক্ষ্য নিয়ে রোজ উঠে
প্রলাপ সবাই বকে
পাগল হতে ক'জন পারে
আগামী বিশ্ব নষ্ট হওয়ার সমস্ত দুয়ার খুলে রেখেছে
সময় খুব কম
খুবই কম
বন্ধু,
হালখাতায় নগদ মৃত্যু লিখে নে।
১৭ এপ্রিল ২২।
©somewhere in net ltd.