নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চিন আপ ব্রো !

১০ ই মে, ২০২২ রাত ২:৫৬

ছবি নেট ।

ধরেন, আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। তিনি কথা বলছেন আপনি শুধু শুনছেন। তিনি এক পর্যায়ে বললেন, " ওগো ! যদি আমি মরে যাই তুমি আরেকজনকে ঘরে তুলে নিও ! "

এমন অবস্থায় আপনি কি করবেন? সেই পুরনো ডায়ালগ দিবেন " তুমি মরলে পাগল হয়ে যাবো আর পাগলে কি না করে ! " হা হা হা...

আমাদের মুরব্বি দেশের গর্ব মুক্তিযোদ্ধা এবং বিখ্যাত ব্লগার সোনাগাজী দয়া করে বলবেন এই পরিস্থিতিতে কি জবাব দেয়া উচিত ? যেহেতু আপনি অনেক জানেন। অনেক গভীরে যেতে পারেন রাজনীতি, সমাজ এবং ধর্মের!

তাই আপনাকে নির্দিষ্ট করে প্রশ্নটা রাখলাম। আসলে কি জবাব দেয়া বেটার ? নাকি ইহা বলিবেন, লিলিপুটিয়ান চিন্তা ভাবনা, রাবিশ, গার্বেজ !

আমি কিন্তু ইহা বলিতাম,
" তুমি বাঁইচা থাকলে ইহা পুরণ করা উচিত ছিল। আসলে তোমার নিয়ত খারাপ। আমার ভালো চাও নাই। সুখ কিসে জানতে চাও নাই। তোমার উদ্দেশ্য পরিষ্কার যেটুকু বাঁশ দিয়েছ বাকীটা অন্যের হাতে দিয়ে জান্নাতে যেতে চাও !  "

ইহা বলেই ঠাটাইয়া দুই গালে দুই থাপ্পড় যাতে আজরাইল চমকাইয়া যায় ! হা হা হা.....

আরেকটা দৃশ্য শাশুড়ী গ্রাম থেকে শহরে এসেছে ছেলে, নাতি আর বউ এর সাথে থাকতে খুব সখ করে। সাত আট দিন যাওয়ার পর বউ শুরু করছে তার কাহানী। তোমার মা এই করে সেই করে। উনি থাকলে ছেলেকে মানুষ করা যাবে না। গ্রামের ভাষা বলে। বাবু এগুলা যদি স্কুলে বলে মান ইজ্জত শেষ !

ও দিকে মা কেঁদে বলে বাবা সফিক আমারে গ্রামে দিয়া আসো। তুমি বাসায় না থাকলে বউ আমার দিকে ফিরেও তাকায় না। সারাদিন মোবাইল যন্ত্রটা নিয়া গুতাগুতি করে আর এর লগে ওর লগে কথা কয়। এই অবস্থায় সফিক কি করবে? না, মাকে ফেলতে পারছে ! না, বউকে ! বেচারার গলায় দড়ি দেয়ার দশা ? আসলে কি করা উচিত ? 

আরেকটা সিরিয়াস বিষয় পাশাপাশি বাসায় পড়শী হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বসবাস করতে পারবে এ শতকে? না পারলে কেন সম্ভব নয়?

আর কবে থেকে এই একজন আরেকজন কে সহ্য করতে পারছে না ? উত্তর গুলি জানা খুব দরকার। তাহলে সমাজের অনেক বিশৃঙ্খলা ঠিক হয়ে যেতো আশা করি।

শুনছি বাংলা ছবি নসিবের গান বিখ্যাত শিল্পী রুনা লায়লার কন্ঠে ।

যদি জানাজানি হয় ভালবাসা
কেমন করে হবে মেলামেশা ?
মনে জাগে শুধু ভয়
যদি বেশী কিছু হয়
আমি চাইতে পারিনা চোখে
তওবা ! তওবা !
দিলে জখম হলো
উহু ! আহা !
একি শরম এলো
উহু ! আহা !

আবারও হেভি ওয়েট ব্লগার সোনাগাজীর কাছে প্রশ্ন রেখে শেষ করছি গানে বলছে ,  " মনে জাগে শুধু ভয়
যদি বেশী কিছু হয় ! " 

এখানে কিসের ভয়ের কথা বা ইংগিত করা হয়েছে? আর বেশী কি কিছু হবে ? যদি জনাব উত্তর বলিতেন ?

আবার তওবা তওবা বলা হয়েছে দুইবার। কেন তওবা অস্তাগফের করা হচ্ছে ? আমি বুঝতে পারছি না। বেয়াদবি না নিয়ে যদি জানাতেন উত্তর গুলো তাহলে এই গরমে আরামবোধ করিতাম সোনা !

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ রাত ৩:১১

রেজাউল৯৬ বলেছেন: চিন আপ।
আমেরিকা ডাউন।

পোষ্ট যদি একজনেরে উদ্দেশ্য করে লিখেন তাইলে হেতার ফেসে থুক্কু ফেসবুকে লটকালেই পার্তেন।

১০ ই মে, ২০২২ সকাল ৭:৫৫

স্প্যানকড বলেছেন: কাউরে উদ্দেশ্য করে লিখি নাই। উনার কাছে উত্তর জানতে চাওয়া। এরকম পরিস্থিতিতে স্মার্ট উত্তর কি দেয়া উচিত ? এই যা! উনি মাইন্ড খাইলে সরি আছি।

২| ১০ ই মে, ২০২২ সকাল ৮:৩৩

কবিতা ক্থ্য বলেছেন: সরি,
বুঝতে পারিনাই এই টা পারিবারিক থুক্কু ব্যক্তিগত পোস্ট।
ভুল কইরা ঢুইকা পড়সি গাজী ভাই।

ডোন্ট মাইন্ড খাইয়েন না।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

স্প্যানকড বলেছেন: গাজীসাব বিশাল হৃদয়ের মানুষ । এত অল্পতে মাইন্ড খায় না। ভালো থাকবেন।

৩| ১০ ই মে, ২০২২ সকাল ৯:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাগাজী একজন বয়স্ক মানুষ আপনি কি ওনাকে শান্তিতে থাকতে দিবেন না?

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৮

স্প্যানকড বলেছেন: উনাকে অশান্তি দিলাম কই ? উনি শান্তিতে আছেন। চিন্তা কইরেন না। ভালো থাকবেন।

৪| ১০ ই মে, ২০২২ সকাল ৯:২১

সোনাগাজী বলেছেন:



এখন ভালোবাসা বলতে ভালোলাগাকে বুঝায় না, জিং জিং'কে ভালোবাসা বলা হয়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯

স্প্যানকড বলেছেন: মুরুব্বি ! জিং জিং কি ? বুঝি না।

৫| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

জটিল বিষয়!
দেখি কি উত্তর আসে..;)



১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১০

স্প্যানকড বলেছেন: হুম, কিন্তু বিষয়গুলি কিন্তু আসলেই সমস্যা !

৬| ১০ ই মে, ২০২২ সকাল ১০:০৯

খাঁজা বাবা বলেছেন: জিং জিং????? :||

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১১

স্প্যানকড বলেছেন: জিং জিং ???

৭| ১০ ই মে, ২০২২ সকাল ১০:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: দুঃখিত বেশি বেশি বলে ফেলেছি। তবে ফর্মুলাটা এমন হলেই সমস্যা কমবে বলে মনে হয়। !

গানের আগের অংশ পর্যন্ত একটি পোস্ট ধরে ,প্রশ্নটি -
কবে,কিভাবে মা ও বৌ আন্তরিকতার সাথে বসবাস করবে?
উত্তর -(মা বা মাবাবা`র করণীয় )
১)মা ও বৌ আন্তরিকতার সাথে বসবাস করে মা সম্পদশালী বা অন্তত পুত্রের অর্থে চাহিদা মেটাতে নাহলে।(ব্যাতিক্রম আছে )
২)মা বাবার উচিত সন্তানের জন্য উজাড় করে না দেয়া ,যোগ্য সন্তানদের উজাড় করে দিতে হয় না ,যখনি উজাড় করে দিবেন ,তখনি মাবাবা নিজের ক্ষতি নিজেই করা শুরু করবেন .কারণ মাবাবা যখন সবর্স্ব সন্তানের জন্য বে করে তখন মাবাবা`র মাবাবা (দাদাদাদি। নানানানি )সন্তানের সেবা থেকে বঞ্চিত হয়। এবং পরবর্তীতে নিজেদের উপর বুমেরাং
সন্তান ছেলে ও বৌ করণীয় ;-
উপরের (মা বা মাবাবা`র করণীয় ) এই কথা মেনে চলা।
ছেলের সংসারে মাবাবা`র করণীয় :-
সমূর্ণ দ্বায়দায়িত্ত্ব ছেলে ও বৌয়ের হাতে ছেড়ে দেয়া,নাতিনাতনিদের অতিরিক্ত ভালোবাসা না দেখানো কারণ নাতিনাতনিদের মঙ্গোল তাদের মাবাবা বেশি ভালো বুজেন। ঠিক তারা যেমন বুঝেছিলেন ,তাদের সন্তানদের বেলায়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩

স্প্যানকড বলেছেন: আসলে সকলে একটু আকটু সেক্রিফাইস করলেই হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৮| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উত্তর তো একদম সহজ তবে প্রশ্ন জটিল হইছে!!!!

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এতদিন জানতাম প্রশ্ন সব সময় সহজ হয় উত্তর কঠিন হয়। আজ জানলাম উত্তর সহজ। হতে পারে হয়তো ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

রেজাউল৯৬ বলেছেন: দেশের গর্ভ , আপনের প্রিয় মুরুব্বি , বিশিষ্ট খেলোয়াড় সাহেব উনার খেলোয়াড়ী গেবনের অবিগ্যতা প্রসুত বক্তব্য দান করেছেন। এবং জীবন নিসৃত উত্তর কম পাইবেন। (ছেলুটের ইমো হপে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.