নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সহজ

২৬ শে মে, ২০২২ রাত ২:৩৭

ছবি নেট।

ইদানীং চিন্তা ভাবনাগুলি নুডলসের মতন হয়ে গেছে
চাইলেই ভেংগে ফেলা যায়
গুড়ো করে ক্ষুদ্র করা যায়
ভেতরে ঘুরতে থাকে
ডুবে ভাসে
বাইরে আসতে চায়
কিন্তু
এতটা ভাংগন কে দেখাতে চায় ?
খুব বেশী যখন উঠে জ্বালা
আংগুল ঘুরে টাচ স্ক্রিনে
ট্রিপল নাইন
কতটা কমাবে জখম !
ঐ তো সামনে পড়ে আছে দিয়াশলাই
ধরিয়ে দেই আগুন
যা খুব সহজ
খুব সহজ।

২৫ মে ২০২২।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২২ রাত ৩:২১

সোনাগাজী বলেছেন:



কবি নজরুল ইসলাম মোটামুটি গরীবই ছিলেন, আপনার অবস্হা কি রকম?

২৬ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

স্প্যানকড বলেছেন: গরীব থাকা ভালো । আমার অবস্থা জেনে আপনি কি করবেন ? অর্থ দিয়ে মাপলে নজরুল গরীব কিন্তু সাহিত্য দিয়ে মাপতে গেলে দেখবেন এত ধনী যে আপনি তার ধারে কাছে নাই ! আছেন কি ? ভালো থাকবেন।

২| ২৬ শে মে, ২০২২ সকাল ৮:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.