নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ডুব ।

১১ ই জুন, ২০২২ রাত ১০:১৫

ছবি স্প্যানকড ।

ডুবছি আমি
ডুবছি রোজ
যেমন ডুবে সুরুজ
শব্দগুলি চিল উড়ন্ত
নড়াচড়া কিছুই নেই
এখন আমি শান্ত।

ডুবছি আমি
ডুবছি রোজ
সময় আর হয়নি
কেউ আর দেয়না তাড়া
মিছে এই ঘরে ফেরা
এখন আমি লাশ জ্যান্ত।

ডুবছি আমি
ডুবছি রোজ
পুরনো রোদ টানে ভীষণ
নতুনে মন কাঁদে 
খোলা আকাশ
দৌড়ায় মেঘ
থেমে গেছে ঝড়
এখন আমি অনেক পর
ডুবছি আমি
ডুবছি রোজ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:




চাকরী, বাকরী ঠিক আছে?

১২ ই জুন, ২০২২ রাত ৩:৩৯

স্প্যানকড বলেছেন: মুরব্বি সব ঠিক আছে ইন শা আল্লাহ। আপনি ?

২| ১১ ই জুন, ২০২২ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই ডুবছি,
সুতরাং চিন্তিত হবার
কিছু নাই। অতলে
সবার সাথে মিলন
হবে।

১২ ই জুন, ২০২২ রাত ৩:৪০

স্প্যানকড বলেছেন: হুম, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে....? ধন্যবাদ নুরু ভাই। ভালো থাকবেন।

৩| ১১ ই জুন, ২০২২ রাত ১০:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লেগেছে।

অনেক দোয়া রইল আপনার জন্য।

১২ ই জুন, ২০২২ রাত ৩:৪১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। কেমন আছেন আপনি ? ভালো থাকবেন সব সময়।

৪| ১১ ই জুন, ২০২২ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


দুই শব্দের লাইনে "আটবার ডুবেছেন।

১২ ই জুন, ২০২২ রাত ৩:৪২

স্প্যানকড বলেছেন: আরও বেশী ডুবা দরকার যত ডুব তত খুব ! ভালো থাকবেন।

৫| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।

১৪ ই জুন, ২০২২ রাত ১:৩৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৬| ১২ ই জুন, ২০২২ সকাল ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: যত ডুব তত খুব। আসলেই।

১৪ ই জুন, ২০২২ রাত ১:৩৯

স্প্যানকড বলেছেন: হুম কিছুটা । ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.