নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ভয় পেয়ো না বন্ধু ,
যে রোদ দেখতে দেখতে মরে গেলো
কালকেই দেখবে তার নব রুপ।
ভয় পেয়ো না বন্ধু ,
যে ফুল ফুটেছিল রাতে
যার সুবাসে সব্বাই ছিল পাগল
আজ গেছে ঝরে
অবাক হইও না
ভুলে গেলে রাষ্ট্র থেকে জনগন
এই তো দুনিয়ার নিয়ম !
কখনো কোন নিয়মে আটকে থেকো না
ভাংগতে চেষ্টা করো সমস্ত শিকল
শোন হে হৃদয় ভাংগা বন্ধু ,
বিশ্বাস রেখো
ফের পাও যদি চোট
তবুও দেহ মন সবটুকুই দাও
ঐ তো
আবার আসছে প্রেম
একদম শীতল-প্রান্তরহীন।
যদিও জানি,
তোমার আংগুল
তার পেটিকোটের রশি
আজ উত্তর দখিন।
১৭ জুন ২২।
©somewhere in net ltd.